প্রযুক্তি

আইফোনে পাসওয়ার্ড দেখবেন যেভাবে

আইফোনে পাসওয়ার্ড দেখবেন যেভাবে

আমাদের দৈনন্দিন কাজের জন্য অনলাইনে এত অ্যাকাউন্ট খুলতে হয় যে অনেক সময় পাসওয়ার্ডই ভুলে বসে থাকি। আবার অনেক সময় ফোনে লগইন করা থাকলে অন্য একটি ডিভাইস থেকে একই অ্যাকাউন্টে লগইন করতে সমস্যায় পড়তে হয়। পাসওয়ার্ড ভুলে যাওয়াই এর অন্যতম কারণ। ফলে অ্যাকাউন্টটিতে লগইন করতে আবার নতুন করে পাসওয়ার্ড রিসেট করার প্রয়োজন হয়।

তবে ব্রাউজার বা ফোনে যদি অ্যাকাউন্টটিতে লগইন করা থাকে তাহলে পাসওয়ার্ডটি দেখে নেওয়া যায়। কীভাবে আইফোনে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন তা এ লেখায় তুলে ধরা হলো।

প্রথমে সেটিংস অপশনে প্রবেশ করুন। এবার সেটিংস পেজ থেকে স্ক্রল করে নিচের দিকে থাকা ‘accounts & passwords’ অপশনটিতে ক্লিক করতে হবে। এবার ‘app & website passwords’ অপশনে ক্লিক করুন। ফোনের পাসওয়ার্ড চাইলে তা দিয়ে দিন। এবার নতুন একটি পেজ চালু হবে সেখানে বিভিন্ন অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড প্রদর্শিত হবে। যদি কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড না পান তাহলে উপরে থাকা সার্চ মেনুতে কিওয়ার্ড দিয়ে সার্চ করলে তা পাওয়া যাবে।

আরও পড়ুন ::

Back to top button