বিচিত্রতা

আতঙ্ক ছড়িয়ে জোকারের আয় ৪৫০ মিলিয়ন ডলার

আতঙ্ক ছড়িয়ে জোকারের আয় ৪৫০ মিলিয়ন ডলার

গোথাম শহরের এক ব্যর্থ কমেডিয়ানের গল্পে নির্মিত হয়েছে ‘জোকার’। শিল্পীর সম্মানের বদলে অবহেলা-অশ্রদ্ধায় ঠকতে ঠকতে একসময় উন্মাদ হয়ে যায় সে। একপর্যায়ে নিজেই হয়ে পড়ে নৃশংস অপরাধী। সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ডিসি ফিল্মসের এ ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ৪ অক্টোবর।

বিশ্ব মাতাচ্ছে এই সিনেমা। টোড ফিলিপস পরিচালিত ‘জোকার’ সিনেমায় অভিনয় করেছেন জোয়াকুইন ফনিক্স। পিঙ্ক ভিলা সূত্রে জানা গেছে, ছবি মুক্তির প্রথম সপ্তাহে শুধু যুক্তরাষ্ট্র থেকে আয় করে প্রায় ১০ কোটি ডলার এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে ৪৫০ মিলিয়ন ডলার। বক্স অফিস বিশেষজ্ঞরা ধারণা করছেন ছবিটির আয় ৭৫০ মিলিয়ন ছাড়িয়ে যাবে।

সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ডিসি ফিল্মসের ছবিটি এরই মধ্যে ভেনিস ফিল্ম ফেস্টিভালসহ বেশকিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবেও বাজিমাত করেছে। কেউ বলেছেন ‘চিরস্মরণীয়’ ছবি জোকার! বিশেষ করে জোয়াকুইন ফনিক্স এর অভিনয় দেখে মুগ্ধ সবাই। রোটেন টম্যাটো ‘জোকার’কে ৮৬ শতাংশ রেটিং দিয়েছে।

সিনেমাটি মুক্তির পর আতঙ্কও বেড়েছে শহরে। সিনেমাটি মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর কাজ বাড়িয়েছে। যেদিন সিনেমা মুক্তি পায়, সেই দিনই সেনাবাহিনী দেশের বিভিন্ন জায়গায় গোলাগুলির ঘটনা বৃদ্ধির ‘বাস্তব ঝুঁকি’ রয়েছে বলে নিজেদের সদস্যদের সতর্ক করেছে।

সাত বছর আগে ব্যাটম্যানের ওপর ভিত্তি করে বানানো সিনেমা ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ এর এক প্রদর্শনীর সময় কলোরাডোর অরোরায় এক গোলাগুলির ঘটনায় ১২ জন নিহত এবং ৭০ জন মানুষ আহত হয়েছিল। এমনই আতঙ্ক ছড়িয়ে ‘জোকার’ সিনেমাটি হাঁটছে সফলতার দিকে।

আরও পড়ুন ::

Back to top button