জীবন যাত্রা

‘পুরুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় সুন্দরী রমনী’

‘পুরুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় সুন্দরী রমনী’

পুরুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় সুন্দরী রমনীরা! সম্প্রতি স্পেনের একদল গবেষক এমনি তথ্য দিয়েছে।

স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন, সুন্দরী রমনীরা সামনে এলে পুরুষদের মানসিক চাপ বেড়ে যায়। ভারতীয় গণমাধ্যম জি নিউজ এ খবর দিয়েছে।

৮৪ জন স্বেচ্ছাসেবীর ওপর ৯ বছরের গবেষণা শেষে তাদের দাবি, এ মানসিক চাপ কখনও কখনও এতটাই বেড়ে যায় যে, এর ফলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে!

জানা গেছে, সুন্দরী রমনীরা পাশে পাঁচ মিনিট বসলেই মানসিক চাপের প্রভাবে পুরুষের শরীরে কোর্ট্রিসল নামক বিশেষ হরমোনের প্রবাহ বেড়ে যায়। আর বিপত্তি সেখানেই। বেশি কোর্ট্রিসলের প্রবাহ হৃদযন্ত্রের ক্ষতি থেকে শুরু করে ডায়াবেটিস এমনকি পুরুষকে নপুংসক পর্যন্ত করে ফেলতে পারে।

পুরুষদের মধ্যে যারা রমনীদের কাছ থেকে সবসময় দূরে থাকতে ভালোবাসেন, তাদের জন্য সুন্দরীরা একটু বেশি ক্ষতিকর। কারণ তারা অন্যদের তুলনায় বেশি মানসিক চাপ অনুভব করেন।

অধিকাংশ পুরুষই কম বয়সী সুন্দরী রমনীদের আশেপাশে দেখলে প্রেমের সুযোগ আছে বলে ভাবতে শুরু করেন। খুব কম পুরুষই সুন্দরীদের পাশ কাটিয়ে চলতে পারেন। যার ফলে না চাইলেও পুরুষরা এসব রমনীদের প্রেমে পড়তে বাধ্য।

আরও পড়ুন ::

Back to top button