প্রযুক্তি

ফেসবুকে যে ৫ তথ্য দিলে বিপদ আসবেই

ফেসবুকে যে ৫ তথ্য দিলে বিপদ আসবেই

দিনে দিনে ফেসবুক এতই জনপ্রিয় হয়েছে যে অনেকে ব্যক্তিগত জীবনের অনেক তথ্যই শেয়ার করেন। কিন্তু কিছু তথ্য গোপান রাখতে হয়। সেটা না করায় অনেকেই বিপদের মুখে পড়েছেন। এখন থেকে সাবধান না হোন। জেনে নিন ফেসবুকে যে ৫টি তথ্য কখনোই শেয়ার করা উচিত নয়। এসব তথ্য শেয়ার করলে আপনি বিপদে পড়বেন।

১। ল্যান্ড ফোন অথবা মোবাইল নম্বর ফেসবুক দেবেন না। শুধু ফেসবুক নয়, সব রকম সোশ্যাল মিডিয়াতেই ফোন নম্বর শেয়ার করা ঝুঁকিপূর্ণ।

২। আপনার বাড়ির ঠিকানাও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেওয়া ঠিক নয়। ঠিকানা শেয়ার করলে বাইরের বিপদ ঘরে ডেকে আনার সামিল হবে।

আপনার ফেসবুক প্রোফাইল গোপন রাখবেন যেভাবে

৩। পেশা সংক্রান্ত কোনও তথ্যই দেবেন না। এগুলো পেশাজীবনে বড় রকমের সমস্যা সৃষ্টি করতে পারে। অনেকই অফিস-সংক্রান্ত বিষয় পোস্ট করে চাকরি পর্যন্ত খুইয়েছেন।

৪। আপনার সঙ্গে আপনার সঙ্গীর সম্পর্ক একান্ত ব্যক্তিগত বিষয়। সেখানে কোনও সমস্যা থাকলে তা ফেসবুক বা অন্য কোনও সোশ্যাল সাইটে প্রকাশ করা ঠিক নয়। সমস্যা বাড়বে।

৫। ব্যাংক বা অর্থ-সংক্রান্ত তথ্য ফেসবুকে দিয়ে অনেকে সর্বস্বান্ত হয়েছেন। হ্যাকারদের নজরে পড়লে সাড়ে সর্বনাশ হয়ে যাবে।

অন্তরঙ্গ হওয়ার খবরও জেনে যাচ্ছে ফেসবুক!

আরও পড়ুন ::

Back to top button