প্রযুক্তি

বছরের শুরুতেই তিন হাজার টাকা দাম কমল এই ফোনের

বছরের শুরুতেই তিন হাজার টাকা দাম কমল এই ফোনের

ভারতে ২০১৯ সালের শুরুতে লঞ্চ করেছিল Oppo K1. ২০২০-এর শুরুতেই ৩০০০ টাকা কমে গেল এই ফোনের দাম। ফ্লিপকার্ট ও যে কোনও অফলাইন স্টোর থেকে পাওয়া যাবে Oppo K1. এই প্রথম ২০,০০০ টাকার কম দামের কোনো স্মার্টফোন-এর ডিসপ্লে-র নীচে দেখা গেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দেখে নিন Oppo K1এর নতুন দাম ও স্পেসিফিকেশন-

বছরের শুরুতেই তিন হাজার টাকা দাম কমল এই ফোনের
oppo k1 specifications

oppo k1 specifications

১) Oppo K1 এখন পাওয়া যাবে ১৩,৯৯০ টাকায়। আগের দাম ছিল ১৬,৯৯০ টাকা।

২) Oppo K1-এ থাকছে ৬.৪ ইঞ্চি FHD+ ডিসপ্লে।

৩) Oppo K1-এ থাকছে ১৬ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেট-আপ। সঙ্গে থাকছে LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকছে আরও ২৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৪) Snapdragon 660 চিপসেট থাকছে Oppo K1-এ।

৫) অপারেটিং সিস্টেম থাকছে Android 8.1 Oreo.

৬) 3,600mAh ব্যাটারি পাবেন এই ফোন-এ।

৭) 4G VoLTE, Wi-Fi i 802.11 a/b/g/n/ac, Bluetooth 5.0, GPS/ A-GPS আর GLONASS থাকছে Oppo K1-এ।

আরও পড়ুন ::

Back to top button