প্রযুক্তি

মাল্টিক্যামেরা ‌মোবাইল, এক সঙ্গে আট ক্যামেরা নিয়ে আসছে সোনির স্মার্টফোন

মাল্টিক্যামেরা ‌মোবাইল, এক সঙ্গে আট ক্যামেরা নিয়ে আসছে সোনির স্মার্টফোন

ইদানীং অনেক ফোন দেখে প্রশ্ন মনে আসতে পারে– কোনটা আসল? ফোন না ক্যামেরা! বাজারে এখন অনেক মাল্টি ক্যামেরা যুক্ত মোবাইল ফোন। এটাই হালফিলের ফ্যাশন। বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই বাজারে নিয়ে এসেছে দু’টি বা তিনটি ক্যামেরা যুক্ত ফোন। পাঁচ ক্যামেরার ফোন এনেছে নোকিয়াও। কিন্তু আট খানা ক্যামেরাযুক্ত স্মার্টফোন এই প্রথম। ছ’টা রিয়ার ক্যামেরা আর দু’টো ফ্রন্ট ক্যামেরা। আর সেটা নিয়ে আসছে সোনি।

মোবাইল ফোনে ছবি তুলতে কে না ভালবাসে! কখনও সেলফি, কখনও বা নিজের প্রিয় মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখতে এখন আর আলাদা করে ক‌্যামেরা নয়, ফোনেই কাজ সারেন বেশিরভাগ মানুষ। আর তার জন্য সবার আগে দরকার ভাল ক্যামেরা যুক্ত একটি স্মার্টফোন। এবার ক্যামেরা দিয়েই মোবাইলের দুনিয়ায় বিপ্লব ঘটিয়ে জাপানি বহুজাতিক সংস্থা ‘সোনি’ বাজারে আনতে চলেছে মাল্টিক্যামেরা যুক্ত স্মার্টফোন। তিনটে বা পাঁচটা নয় একেবারে আটটি ক্যামেরাওয়ালা ফোন।

সোনি জানিয়েছে, নতুন এই ফোনে থাকছে ছ’রকমের ক্যামেরা সেন্সর। ৪৮ মেগাপিক্সল যুক্ত প্রাইমারি লেন্স সেন্সর ছাড়াও থাকছে ২০, ১৬, ১২ এবং ৮ মেগাপিক্সেল যুক্ত সেকেন্ডারি লেন্স সেন্সর। আর ছয় নম্বর লেন্সটিতে থাকছে ০.৫ মেগাপিক্সল যুক্ত অত্যাধুনিক টিওএফ সেন্সর। এর মাধ্যমে চাইলেই কোনও বস্তুকে সহজেই স্ক্যান করা যাবে। প্রতিটি সেন্সরের অ্যাপারচার ২.৪। থাকছে ডুয়েল ভ্যারিয়েবল অ্যাপারচারের মতো উন্নত মানের প্রযুক্তি।

এখন প্রশ্ন হচ্ছে এমন ফোনের দাম কত? না, সেটা এখনই জানা যাবে না। কারণ, দাম নিয়ে এখনও কিছু বলেনি সোন‌ি।

আরও পড়ুন ::

Back to top button