প্রযুক্তি

আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের সুরক্ষা নিশ্চিতের সময় এখনই! জেনে নিন যা না জানলেই নয়!

আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের সুরক্ষা নিশ্চিতের সময় এখনই! জেনে নিন যা না জানলেই নয়!

‘নিরাপত্তা ঝুঁকিতে অ্যান্ড্রয়েড!’ সম্প্রতি মিডিয়ায় প্রকাশিত এমন খবরে বেশ চিন্তায় পড়ে গেছেন বেশিরভাগ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী। তবে একটু সচেতনতাই পারে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসকে বেশিরভাগ নিরপত্তা ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে। জেনে নিন অবশ্যই যা জানা দরকার।

১. স্ত্রিন লক ব্যাবহারের কথা ভুলবেন না।

২. চালু রাখুন ডিভাইস ম্যানেজার। ফোন হারিয়ে গেলেও জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে ফোনের অবস্থান গুগল ম্যাপে প্রদর্শন করা ছাড়াও ফোনের রিংটোন ফুল ভলিউমে ৫ মিনিট ধরে বাজিয়ে রাখাসহ ফোনের সব তথ্যও মুছে ফেলতে পারে। সিকিউরিটি সেটিংস> ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর সেটিংসে গিয়ে সক্রিয় করতে পারবেন।

৩. অ্যান্ড্রয়েড ডিভাইস এনক্রিপ্ট করে রাখুন। এতে আপনার অ্যান্ড্রয়েডটি অন্য কারো হাতে পড়লেও তথ্য থাকবে সুরক্ষিত। সিকিউরিটি সেটিংস থেকে ফিচারটি চালু করা যাবে।

৪. অ্যাপসের নিরাপত্তায় অ্যাপস লক ব্যাবহার করেত পারেন।

লাখো স্মার্টফোনে বন্ধ হয়ে গেল হোয়াটসঅ্যাপ

৫. অ্যান্ড্রয়েড ডিভাইসের সুরক্ষা নিশ্চিতে অপিরিচিতি সোর্স বা পাবলিশার থেকে অ্যাপ ডাউনলোড না করাই ভালো।

৬. এসডি কার্ডে স্পর্শকাতর তথ্য রাখা থেকে বিরত থাকুন।

৭. ‘ক্লাউড স্টোরেজ’ ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন।

৮. আপনার অ্যান্ড্রয়েডে অবশ্যই অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইন্সটল করুন আর সবসময় রাখুন আপডেট।

৯. আপডেট রাখুন অপারেটিং সিস্টেম থেকে শুরু করে সব ধরনের অ্যাপস। প্রয়োজনীয় সিকিউরিটি প্যাচগুলোও ডাউনলোড করে হালনাগাদ রাখুন।

১০. অবশ্যই ব্রাউজিংয়ের পর সাইন আউট করুন।

১১. বিরত থাকুন অ্যান্ড্রয়েড ডিভাইস রুট করা থেকে।

স্মার্টফোনে দৃষ্টি না দিয়ে অন্য ৬টি কাজ করুন

১২. মুছে ফেলুন অপরিচিত এসএমএস, এমএমএস বা মাল্টিমিডিয়া লিঙ্ক।

১৩. আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের ডেটা ব্যাকআপ রাখুন।

১৪. অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে আর্থিক লেনদেন না করাই ভালো।

১৫. প্রয়োজন ছাড়া বন্ধ রাখুন জিপিএস, ব্লুটুথ ও ওয়াইফাই।

১৬. পাবলিক ওয়াইফাই হটস্পট ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন।

প্রযুক্তি সম্পর্কে যে ৬টি জ্ঞান উন্নত ভবিষ্যত দেবে

আরও পড়ুন ::

Back to top button