জীবন যাত্রা

ঝামেলা মুক্ত জীবন চান? তাহলে মেনে চলুন এই ৫ টি বিষয়

ঝামেলা মুক্ত জীবন চান? তাহলে মেনে চলুন এই ৫ টি বিষয়

জীবনটাকে আমরা যতো সহজ করে তুলতে চাই জীবনটা ততোই যেনো কঠিন হয়ে উঠতে থাকে। আমরা বুঝেই উঠতে পারি না আমারা নিজেরা যতোই ঝামেলা থেকে দূরে থাকতে চাই না কেন ঝামেলা আমাদের পিছু ছাড়ে না। একটিবার ভেবে দেখেছেন কি আপনার নিজের কোনো ভুল হচ্ছে না তো? আপনারই কিছু অযাচিত কাজের কারণে দিনকে দিন বেড়েই চলছে আপনার জীবনের নানান ঝামেলা। জড়িয়ে পরছেন অনেক কিছুতে। যদি তাই মনে হয় তবে জীবনের ঝামেলাগুলো দূর করতে পদক্ষেপ নিতে হবে আপনাকেই। হাসি মুখে মেনে নিতে হবে অনেক কিছুই।

মানুষের খারাপ সমালোচনায় খুব বেশি কান দেবেন না
আপনি যতো বেশি অন্যের সমালোচনায় কান দেবেন ততোই নিজের প্রতি বিশ্বাস হারাবেন। কমতে থাকবে আত্মবিশ্বাস। জীবনে সফলতা আনতে পারবেন না। ঝামেলা বাড়তেই থাকবে। তাই কোনোই প্রয়োজন নেই মানুষের আপনার প্রতি খারাপ সমালোচনায় কান দেয়ার। আপনি আপনার মতো চলতে থাকুন। সফল হলে এই মানুষগুলোই আপনার সুনাম গাইবেন।

নিজেকে খোলা মনোমানসিকতার করে গড়ে তুলুন
আর একজনের সফলতা দেখে নিজের কষ্ট বাড়িয়ে তোলার চাইতে নিজের মনোমানসিকতাকে উন্নত করে তুলুন জীবনে সুখি হবেন। জীবনের প্রতিটি পদক্ষেপ নিয়ে ভাবুন। কুয়োর ব্যাঙ হয়ে বসে থাকলে জীবন থেকে ঝামেলা দূর হবে না বরং বাড়বে। নিজেকে যতোটা খোলা মনের অধিকারী করতে পারবেন জীবন আপনার কাছে ততোই উপভোগ্যের বিষয় হয়ে দাঁড়াবে। ঝামেলা দূরে পালাবে।

সমস্যা নিয়ে নয় সমাধান নিয়ে ভাবুন
আমাদের অনেক বড় একটি বদঅভ্যাস রয়েছে। তা হলো সমস্যার সমাধান নিয়ে মাথা না ঘামিয়ে আমরা সমস্যাটি নিয়ে বেশি মাথা ঘামাই। এবং নিজের অজান্তেই জীবনে অশান্তি ও ঝামেলা ডেকে আনি। সমস্যায় পড়লে সমস্যাটিতে কিভাবে পড়ে গেলাম, কেন পরলাম তা নিয়ে মাথা না ঘামিয়ে সমস্যা থেকে উদ্ধারের চিন্তা করতে হবে। আপনি চেষ্টা না করলে এই ঝামেলা থেকে কেউ আপনাকে হাতে ধরে উদ্ধার করবেন না। তাই মাথা ঠাণ্ডা রাখুন এবং সমস্যা নিয়ে নয় সমাধান নিয়ে ভাবুন।

অন্যের সাহায্য ও পরামর্শ নেয়া নিজেকে ছোটো করা নয়
আমাদের মূল সমস্যা হলো যখন একটি বিপদে পড়ে যাই বা ঝামেলায় জড়িয়ে যাই তখন অন্য আরেকজনের কাছ থেকে সাহায্য চাইতে নিজের ইগোতে লাগে। পরামর্শ গ্রহন করতেও আমরা পিছিয়ে যাই। এতে ঝামেলা পদে পদে বাড়ে। একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে পরামর্শ গ্রহন করা নিজেকে ছোটো করা নয়। এই চিন্তা মাথায় রাখুন অনেক ঝামেলা থেকে মুক্তি পাবেন।

অতীতে পরে না থেকে সামনে এগিয়ে চলুন
নিজের অতীতকে মনে করে করে আমরা বারবার ঝামেলা ডেকে আনি। কিন্তু একটিবারও ভেবে দেখি না যে, যা হওয়ার তা হয়ে গিয়েছে। এখন শত চেষ্টাতেও তা ফিরে আসবে না। তাই ঝামেলা এড়াতে চাইলে অতীতকে একেবারে মুছে ফেলুন। বর্তমানে বেঁচে থাকতে শিখুন। এতে করেই সামনে এগিয়ে চলার সাহস পাবেন।

আরও পড়ুন ::

Back to top button