রাজনীতিরাজ্য

জামিনের আবেদন খারিজ – আদালতের নির্দেশে সংজ্ঞাহীন জ্যোতিপ্রিয় ভর্তি বেসরকারি হাসপাতালে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Jyotipriya Mallick : জামিনের আবেদন খারিজ – আদালতের নির্দেশে সংজ্ঞাহীন জ্যোতিপ্রিয় ভর্তি বেসরকারি হাসপাতালে - West Bengal News 24

রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার , জামিনের আরজি খারিজ হওয়ায় সংজ্ঞাহীন হয়ে পড়া রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। প্রাক্তন খাদ্য মন্ত্রীর চিকিৎসার জন্য ইতিমধ্যেই গঠন করা হয়েছে মেডিকেল টিম , হাসপাতালের ১৪২ নম্বর বেডে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর দ্রুত জ্যোতিপ্রিয় মল্লিককে পরীক্ষা করেন ইন্টার্নাল মেডিসিন, কিডনি, হৃদরোগ এবং স্নায়ু রোগ বিশেষজ্ঞরা৷ মন্ত্রীর সি টি স্ক্যান, এম আর আই এবং বেশ কিছু রক্ত পরীক্ষা করানো হয়৷ এরপর মন্ত্রীকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷

হাসপাতালের মেডিক্যাল বুলেটিন অনুসারে , হাইপার টেনশন, কিডনি সহ একাধিক সমস্যা নিয়ে ভর্তি করা হয়েছে মন্ত্রীকে৷ বেড়েছে মন্ত্রীর সুগারের সমস্যা। রয়েছে মাথা ঘোরা , বমি ভাব সহ শারীরিক দুর্বলতা। মেডিকেল পরীক্ষায় অন্যান্য শারীরিক জটিলতাও ধরা পড়েছে তাঁর। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তাঁকে পর্যবেক্ষণ করা দরকার। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হচ্ছে।

তবে ইডির পক্ষ থেকে আলিপুর কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিককে ভর্তি করার আবেদন জানানো হলেও শেষ পর্যন্ত মন্ত্রীর পরিবারের সদস্যদের অনুরোধেই জ্যোতিপ্রিয় মল্লিককে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক।

উল্লেখ্য , ভোর রাতে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার় করার পর জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করায় ইডি৷ এরপর বিকেলে তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়৷ কিন্তু বিচারক জামিনের আর্জি খারিজ করে ইডি হেফাজতের নির্দেশ দেওয়ার পরই আদালতের মধ্যেই সংজ্ঞাহীন হয়ে পড়েন জ্যোতিপ্রিয়৷ চেয়ার থেকে পড়ে যান তিনি৷ সঙ্গে সঙ্গেই জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতালে ভর্তির দাবি জানাতে থাকেন মন্ত্রীর আইনজীবীরা৷

আরও পড়ুন ::

Back to top button