জানা-অজানাপ্রযুক্তি

আপনার স্মার্টফোনে এই ছিদ্রটি খেয়াল করেছেন নিশ্চয়ই? জানেন, কেন থাকে?

আপনার স্মার্টফোনে এই ছিদ্রটি খেয়াল করেছেন নিশ্চয়ই? জানেন, কেন থাকে?

আপনার স্মার্টফোনটিতে একটি ছিদ্র থাকে, খেয়াল করেছেন নিশ্চয়ই? কিন্তু কখনও ভেবে দেখেছেন, কেন এই ছিদ্রটি রাখা হয়? জানলে ভাল লাগবে।

এটি কোনও বাট্‌ন নয়। এমনকী শুনলে অবাক হবেন, ক্যামেরার অংশও নয়। এটি একটি মাইক্রোফোন। তবে সাধারণ মাইক্রোফোন বলতে যা বোঝায়, এটি ঠিক তেমন নয়। এটি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি মাইক্রোফোন।

এর নাম নয়েজ ক্যানসেলিং মাইক্রোফোন। একে বলা হয় ‘‘রিয়ার মাইক্রোফোন’’। নাম শুনে কাজ সম্পর্কে একটি ধারণা নিশ্চয়ই পাচ্ছেন। ফোনে স্পষ্টভাবে যে কথা শুনতে পান, তার কারণ এই মাইক্রোফোনটি।

আরও পড়ুন ::

Back to top button