শিক্ষা

২০ জুন জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল

২০ জুন জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল

জয়েন্ট এন্ট্রান্স (ইঞ্জিনিয়রিং) পরীক্ষার ফলাফল ঘোষণা হবে আগামী ২০ জুন। শনিবার এই খবর জানিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

আগামী ২০ জুন দুপুর ১টার সময় সাংবাদিক বৈঠক হবে। দুপুর ২টো থেকে ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

গত ২৬ মে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার ৩০২ টি কেন্দ্রে জয়েন্ট এন্ট্রাস (ইঞ্জিনিয়রিং) পরীক্ষা পরিচালিত হয়েছিল। ২০১৯-এ দেড় লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছে। এবার লোকসভা নির্বাচনের জন্য বেশ কিছুটা পিছিয়ে যায় পরীক্ষার দিন। পরীক্ষার ২৪ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

ফলাফল ঘোষণার পরেই শুরু হবে সরকারি এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর কাউন্সেলিং প্রক্রিয়া।

প্রসঙ্গত, গত ২৬ মে রাজ্যে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button