Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদন

দেখুন বলিউডের রূপসী নায়িকাদের মেকআপ ছাড়া “আসল” চেহারা!

দেখুন বলিউডের রূপসী নায়িকাদের মেকআপ ছাড়া "আসল" চেহারা!

বলিউডের নায়িকাদেরকে আমরা দেখি অভিজ্ঞ মেকআপ আর্টিস্টদের মেকআপে ও সিনেমার ফ্ল্যাশ লাইটের কড়া আলোয়। তাদের সৌন্দর্য ও ফিটনেস বরাবরই আমাদেরকে মুগ্ধ করে। হাজারো মানুষের কাছে তারা যেন স্বর্গ থেকে নেমে আসা ডানা কাটা পরী। কিন্তু মেকআপ ছাড়া তারা কেমন দেখতে? নিশ্চয়ই মনে কৌতূহল জেগেছে অনেকবার? আসুন একনজরে বলিউডের নায়িকাদের মেকআপ ছাড়া কিছু ছবি দেখে নেয়া যাক। তালিকায় আছেন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ, দীপিকা পাডুকন, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া সহ অনেকেই।

ঐশ্বরিয়া রাই

দেখুন বলিউডের রূপসী নায়িকাদের মেকআপ ছাড়া "আসল" চেহারা!
ছবিতে ঐশ্বরিয়া রাইকে মেকআপ ছাড়া দেখা যাচ্ছে। সিনেমা ও পার্টি ছাড়া অন্য যায়গায় যেতে তিনি খুব হালকা মেকআপ করেন। বলাই বাহুল্য যে বিশ্বের সেরা সুন্দরীদের মধ্যে অন্যতম এই সুন্দরীকে বাস্তবের চাইতে সিনেমায় বেশ কম বয়স্ক ও উজ্জ্বল দেখায়।

কারিনা কাপুর

দেখুন বলিউডের রূপসী নায়িকাদের মেকআপ ছাড়া "আসল" চেহারা!
নিজের বেশিরভাগ সিনেমাতেই খুব কম মেকআপ নিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। তার ধারণা কড়া মেকআপে তাকে একেবারেই মানায় না। তবে মেকআপ ছাড়া তাকে একদমই গ্ল্যামারহীন দেখায়।

দীপিকা পাড়ুকন

দেখুন বলিউডের রূপসী নায়িকাদের মেকআপ ছাড়া "আসল" চেহারা!
কারিনার মত দীপিকাও খুব সাদামাটা থাকতেই ভালোবাসেন। দীপিকার ত্বক বেশ ভালো তাই সিনেমার শুটিং ছাড়া খুব একটা মেকআপ করতেও দেখা যায়না তাকে। আর মেকআপ করলেও ত্বকের সঙ্গে মানানসই মেকআপ করেন তিনি।

প্রীতি জিনতা

দেখুন বলিউডের রূপসী নায়িকাদের মেকআপ ছাড়া "আসল" চেহারা!
সিনেমার পর্দায় প্রীতি জিনতাকে যতটা উজ্জ্বল ও প্রানবন্ত দেখায়, মেকআপ ছাড়া ঠিক যেন তার বিপরীত! বেশ ম্লান ও বয়স্ক দেখাচ্ছে তাকে মেকআপ ছাড়া।

ক্যাটরিনা কাইফ

দেখুন বলিউডের রূপসী নায়িকাদের মেকআপ ছাড়া "আসল" চেহারা!
সিনেমার মেকআপে অসাধারণ সুন্দরী দেখায় ক্যাটরিনাকে। মেকআপ ছাড়া তাকে খুব খারাপ না দেখালেও আসল বয়সটা পরিষ্কার দেখা যাচ্ছে।

রানী মুখার্জি

দেখুন বলিউডের রূপসী নায়িকাদের মেকআপ ছাড়া "আসল" চেহারা!
চেনা চেনা লাগছে? মেকআপ ছাড়া দেখুন রানী মুখার্জিকে। মেকআপ ছাড়া বয়সের ছাপটা একটু বেশিই বোঝা যায় রানী মুখার্জির।

কাজল

দেখুন বলিউডের রূপসী নায়িকাদের মেকআপ ছাড়া "আসল" চেহারা!
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে দিয়ে সিনেমার হল কাঁপানো এই নায়িকার মেকআপ ছাড়া ছবিটি দেখুন!

প্রিয়াংকা চোপড়া

দেখুন বলিউডের রূপসী নায়িকাদের মেকআপ ছাড়া "আসল" চেহারা!
বিশ্ব সুন্দরী এবং বলিউডের সুপার স্টার প্রিয়াংকা চোপড়ার ত্বক খুবই সুন্দর। তবে বাস্তবে তিনি মোটেও গ্ল্যামারাস নন। শ্যাম বর্ণা এই নায়িকার মেকআপ ছাড়া ছবিটি দেখুন।

সোনাক্ষি সিনহা

দেখুন বলিউডের রূপসী নায়িকাদের মেকআপ ছাড়া "আসল" চেহারা!
সোনাক্ষি সিনহা বলিউডে পা দেয়ার আগে অতিরিক্ত স্থুলকায় ছিলেন। নিজের ওজন অনেকখানি ঝরিয়েছেন তিনি। তবে এখনো নিজের অতিরিক্ত ওজনের জন্য সমালোচিত হচ্ছেন তিনি বলিউডের অন্য নায়িকাদের কাছে। দেখুন তার মেকআপ ছাড়া আগের একটি ছবি।

রেখা

দেখুন বলিউডের রূপসী নায়িকাদের মেকআপ ছাড়া "আসল" চেহারা!
বলিউডের নতুন প্রজন্মের হিরো রণবীর কাপুর থেকে শুরু করে সিধারত মালহোত্রা পর্যন্ত পাগল এই অভিনেত্রীর গ্ল্যামার লুকের পাগল। ছবিতে দেখুন চির সবুজ বলে সম্বোধন করা হলেও বয়সের ছাপ যে পড়ে গিয়েছে তা স্পষটা।

কারিশমা কাপুর

দেখুন বলিউডের রূপসী নায়িকাদের মেকআপ ছাড়া "আসল" চেহারা!
দেখুন কেমন দেখাচ্ছে মেক-আপ বিহীন কারিশমা কাপুরকে। মেক আপ ছাড়া এবং মেক আপ সহ দুইভাবেই সমান ভালো লাগছে তাকে।

সেলিনা জেটলি

দেখুন বলিউডের রূপসী নায়িকাদের মেকআপ ছাড়া "আসল" চেহারা!
নিশ্চয়ই ভাবচ্ছেন ছবির দুটি ব্যক্তিই কি একজন? মেক-আপ বিহীন সেলিনা জেটলির থেকে পর্দার সেলিনাই যেন বেশী আবেদনময়ী।

তনুশ্রী দত্ত

দেখুন বলিউডের রূপসী নায়িকাদের মেকআপ ছাড়া "আসল" চেহারা!
বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী। রূপালি পর্দায় এই অভিনেত্রীর আকর্ষণীয় বাহ্যিক উপস্থাপন বরাবরই সবাইকে আকর্ষণ করলেও প্রকৃতপক্ষে মেক-আপ ছাড়া এই অভিনেত্রী একে বারেই চিনতে পারবেন না আপনি!

সুস্মিতা সেন

দেখুন বলিউডের রূপসী নায়িকাদের মেকআপ ছাড়া "আসল" চেহারা!
ছবিতে দেখুন মেক-আপবিহীন একেবারে সাধারণ সুস্মিতা সেনকে।

বিদ্যা বালান

দেখুন বলিউডের রূপসী নায়িকাদের মেকআপ ছাড়া "আসল" চেহারা!
জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী বিদ্যা বালানকে দেখুন। মেক-আপ ছাড়া একেবারে গ্ল্যামারহীন দেখায় এই অভিনেত্রীকে।

কিম শর্মা

দেখুন বলিউডের রূপসী নায়িকাদের মেকআপ ছাড়া "আসল" চেহারা!
কিম শর্মাকে দেখুন একেবারে মেক আপ ছাড়া একেবারেই এক সাধারণ অভিনেত্রীকে।

আমিশা পাটেল

দেখুন বলিউডের রূপসী নায়িকাদের মেকআপ ছাড়া "আসল" চেহারা!
কাহনা পেয়ার হে সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন আমিশা পাটেল। এরপর দিন দিন গ্ল্যামারাস হয়ে উঠলেও বাস্তব জীবনে মেক আপ ছাড়া একেবারে চেনার উপায় নেই।

ঊর্মিলা

দেখুন বলিউডের রূপসী নায়িকাদের মেকআপ ছাড়া "আসল" চেহারা!
‘মাস্ত’ সিনেমার এই অভিনেত্রীর কথা মনে আছে দেখুন তো মেক আপ ছাড়া ঊর্মিলাকে চিনতে পারেন কিনা?

আরও পড়ুন ::

Back to top button