প্রযুক্তি

ওয়াচওএস ৬ বেটায় নতুন অ্যাপল ওয়াচের ইঙ্গিত

ওয়াচওএস ৬ বেটায় নতুন অ্যাপল ওয়াচের ইঙ্গিত

ওয়াচওএস ৬-এর বেটা সংস্করণে ফাঁস হয়েছে নতুন সম্ভাব্য অ্যাপল ওয়াচ মডেলের তথ্য। এর একদিন আগেই আগেই নতুন আইওএস সংস্করণে ফাঁস হয়েছে আইফোন ১১ উন্মোচনের তারিখ।

ওয়াচওএস ৬ বেটা সংস্করণে দেখা গেছে নতুন অ্যাপল ওয়াচ সিরিজে যোগ হচ্ছে নতুন সিরামিক এবং টাইটেনিয়াম মডেল। দুই ওয়াচই আনা হবে ৪০ মিলিমিটার এবং ৪৪ মিলিমিটার সংস্করণে। আর এবার নতুন ওয়াচওএস সংস্করণের সেটআপ প্রক্রিয়ায় যোগ হয়েছে অ্যানিমেশন– খবর সিনেটের।

এর আগে টাইটেনিয়াম কোনো অ্যাপল ওয়াচ আনেনি অ্যাপল। ৯টু৫ম্যাক-এর প্রতিবেদনে বলা হয় প্রতিষ্ঠানের নতুন অ্যাপল কার্ডও একইভাবে টাইটেনিয়াম দিয়ে বানানো হয়েছে।

আগে সিরিজ ২ এবং সিরিজ ৩ ওয়াচে সিরামিক মডেল এনেছে অ্যাপল। তবে সিরিজ ৪-এ বাদ দেওয়া হয় এই মডেল। এবার ফের দেখা যেতে পারে সিরামিক মডেল।

সিরামিক ও টাইটেনিয়াম ওয়াচ মডেলগুলো পুরো নতুন সিরিজ ৫ হিসেবে উন্মোচন করা হবে নাকি সিরিজ ৪-এর অংশ হিসেবে উন্মুক্ত করা হবে তা এখনও স্পষ্ট নয়।

চলতি বছরের ১০ সেপ্টেম্বর আইফোন ১১ উন্মোচন করতে পারে অ্যাপল। ধারণা করা হচ্ছে একই দিনে এই অ্যাপল ওয়াচ মডেলের ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন ::

Back to top button