বৌয়ের সঙ্গে ঝগড়া হলে ১৫ দিন স্থায়ী হয় : সইদ কাপুর
সইদ কাপুর আর তাঁর স্ত্রী মীরা রাজপুতের মধ্যেও অন্য সব দম্পতির মতো লড়াই ঝগড়া হয়। সেই ঝগড়া আবার অনেক দিন স্থায়ীও হয়। নেহা ধোপিয়ার টক শো বিএসএসএস-এ এসে নিজের দাম্পত্য নিয়ে এই কথা বলেন বলিউড তারকা সইদ কাপুর।
তিনি বলেন, তাঁদের দু’ জনের ঝগড়া হয়ত দুই মাসে একবার হয়। কিন্তু তা মিটতে অনেক দিন সময় লাগে। কখনও কখনও তা ১৫ দিন পর্যন্ত স্থায়ী হয়। তিনি তখন খুবই হতাশ এবং বিরক্ত হয়ে পড়েন। তার পর ঝগড়া মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন।
আসলে ঝগড়া হলে তার থেকে বেরিয়ে আসতে সইদ-এর একটু বেশি সময় লাগে, নিজেই বলেন।
তিনি বলেন, সম্পর্কে মধ্যে থাকলে দু’ জন মানুষের মতের পার্থক্য হবে এটি স্বাভাবিক। তাই নিয়ে ঝগড়া করা, নিজের মত প্রতিষ্ঠা করতে চেয়ে ঝামেলাও হবে। সবই ভালো। অবশেষে নিজেদের মধ্যে কথা বলে সমস্যার সমাধান করতে হবে। সমস্যা হতে থাকবেই। তার থেকে বেরিয়ে আসতে হবে।
প্রসঙ্গত, এর আগে কপিল শর্মা শো তেও তিনি তাঁদের দাম্পত্য নিয়ে কথা বলেছিলেন। মজা করে বলেছিলেন, ঝগড়ার শুরু আর শেষ সব সময়ই ক্ষমা চান তিনিই।
উল্লেখ্য, বিএফএফ-এ কবীর সিং –এর প্রচারে এসেছিলেন সইদ।