প্রযুক্তি

একাকিত্ব কাটাতে এই নতুন অ্যাপ তৈরী করে নজর কাড়ল দিল্লির পঞ্চকন্যা

একাকিত্ব কাটাতে এই নতুন অ্যাপ তৈরী করে নজর কাড়ল দিল্লির পঞ্চকন্যা

একাকিত্ব কাটানোর জন‍্য বাজারে অনেক অ্যাপ এসেছে। কিন্তু এই অ্যাপটিও নিসঙ্গতা কাটানোরই অ্যাপ।

কিন্তু ঐসব অ্যাপের মতো না। এটা একটু আলদা ধরনের। এই অ্যাপের নাম মৈত্রী। মৈত্রী মানে বন্ধু। বন্ধু গড়ার অ্যাপ। দিল্লির পঞ্চকন‍্যার সৃষ্টি এই অ্যাপ।

তারা এই অ্যাপের মাধ‍্যমে বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমের মধ‍্যে যোগ স্হাপন করতে চেয়েছে। এই অ্যাপের মাধ‍্যমে বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধারা যেমন নাতি নাতনির উপস্হিত বুঝতে পারবেন তেমনি শিশুরাও মা বাবার মতো আদর উপভোগ করতে পারবেন। এই অ্যাপের মধ‍্যে এখনও পর্যন্ত ৭ টি অনাথ আশ্রম ও ১৩ টি বৃদ্ধাশ্রম যোগ করা হয়েছে।

এই অ্যাপের গুরুত্ব আরো তারা বেশী বুঝতে পেরেছে কারণ , পাঁচ জনের মধ‍্যে এজনের দিদি মারা যাওয়ায় তার দাদুর চোখে দিদার অভাব দেখেছে। তারফলে সেখান থেকে আরও অনুপ্রাণিত হয়েছে তারা। তারা নয়ডার অ্যামিটি ইন্টারন‍্যাশনাল স্কুলের ছাত্রী।

তারা মার্চ মাসে কাজ শুরু করে পরে কজ শেষ হয় জুলাইয়ে। এই অ্যাপ লঞ্চ হওয়ার পর থেকেই ১০০০ বার ডাউনলোড হয়ে গেছে। যদি আপনি স্বচ্ছাসেবক হতে চান বা দান করতে চান তাহলে এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন।

আরও পড়ুন ::

Back to top button