Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ধর্ম

রথযাত্রার আগে প্রতি মঙ্গলবার এই মন্ত্রটি জপ করে সঙ্কটমোচনের আরতি করুন, লক্ষ্মীলাভ হবেই হবে

রথযাত্রার আগে প্রতি মঙ্গলবার এই মন্ত্রটি জপ করে সঙ্কটমোচনের আরতি করুন, লক্ষ্মীলাভ হবেই হবে

  • আষাঢ় মাসের মঙ্গলবার ৷ তার উপর গতকালই গিয়েছে স্নানযাত্রার শুভ তিথি ৷ সামনে আসতে চলেছে অত্যন্ত মঙ্গলময় রথযাত্রার তিথি ৷ আর এর মাঝের মঙ্গলবারগুলিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় ৷ বলা হয় এই সময়কার মঙ্গলবার নিষ্ঠাভরে সঙ্কটমোচনের পুজো করলে জগন্নাথ দেবের কৃপা লাভ হয় ৷
  • এর পাশাপাশি মঙ্গলবার সঙ্কচমোচনের পুজো করারও বিধান রয়েছে ৷ বজরংবলীর পুজো করলে কোনও বাধা থাকে না ৷ এর পাশাপাশি সমস্ত অর্থ কষ্ট দূর হয়ে যায় ৷
  • তবে, এদিনটিতে সঙ্কচমোচন হনুমানের কৃপা পেতে অবশ্যই ভোগ নিবেদন করবেন ৷ তিনি লাড্ডুভোগেই সন্তুষ্ট ৷
  • এরই সঙ্গে মঙ্গলবার একটি বিশেষ আরতি করলে অর্থ কষ্ট দূর হয়, এর পাশাপাশি যে কোনও ফারাও কেটে যায় ৷ সেই আরতি মন্ত্রটি হল-‘‘মঙ্গল মূরতি মারুতি নন্দন
  • সকল অমঙ্গল ভুল নিকন্দন, পবন তনয় সতন হিতকারী, হৃদয় বিরাজত অবধ বিহারী, মাত-পিতা গুরু গণপত শারদ
  • শিবা সমেত শুভ সুক নারদ, চরণ বন্দি বিনবো সব কাহু, দেহু রাম পদ নেহ নিবারু, বন্দহু রাম লক্ষ্মণ বৈদহী, য়হ তুলসী কে প্রেমা সনেহী ৷’’

 

আরও পড়ুন ::

Back to top button