সাহিত্য

লুকোচুরি

লুকোচুরি

বর্ষা বলে, এসেছি আমি
বলল মেঘ, আমি তো আছি
বৃষ্টি হটাৎ বলল ডেকে,
নেই তো আমি
কোথাও তো নেই।

বৃষ্টিতে যারা ভিজেছিল,
বলল তারা, মনে তো নেই,
বৃষ্টি ভেজা দিন!
মনে তো নেই, ওসব মনে তো নেই।

গাছ বলল, ভালবাসার বৃষ্টিধারায়
মাটির পরম মমতায়, জেগেছিল আমার প্রান,
কিন্তু সে যে লুপ্তপ্রায়, জীবন যেন থমকে যায়।
তপ্ত মাটির বুকে আর্তনাদ শোনা যায়
বুকফাটা সেই কান্না যেন, বাষ্প হয়ে উবে যায়।
উবে যাওয়া বাষ্পগুলি, মাটির কাছে ফিরতে চায়
চাইলেই কি ফেরা যায়? মেঘ হয়ে তাই ভেষে যায়।

                                                                      পবিত্র কুমার গায়েন

আরও পড়ুন ::

Back to top button