বিনোদন

বাংলাদেশের ছবিতে সানি লিওন, যা বললেন হিরো আলম (ভিডিও সংযুক্ত)

বাংলাদেশের ছবিতে সানি লিওন, যা বললেন হিরো আলম (ভিডিও সংযুক্ত)

বলিউড তারকা সানি লিওনকে দেখা যাবে বাংলাদেশি ছবির আইটেম গানে। ছবির নাম ‘বিক্ষোভ’। এই ছবিটি শাপলা মিডিয়া প্রযোজনা করতে যাচ্ছে। ছবিটি পরিচালনা করবেন নির্মাতা শামীম আহমেদ রনি। বর্তমানে সেলিম খান ও শামীম আহমেদ রনি দুজনেই মুম্বাইয়ে রয়েছেন। চুক্তি স্বাক্ষরের পর সোমবার (১৯ আগস্ট) রাত ১০টায় সেখান থেকে সানি লিওনের বক্তব্য সম্বলিত একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন সেলিম খান।

নির্মাতা রনি জানান, বিক্ষোভ-এর আইটেম গানে সানি লিওন থাকবেন এটি নিশ্চিত। কয়েক সেকেন্ডের ওই ভিডিও বার্তায় সানি জানিয়েছেন, সেলিম খানের প্রযোজিত বিক্ষোভ ছবিতে তিনি পারফর্ম করতে যাচ্ছেন।

এদিকে বাংলাদেশের ছবিতে সানি লিওনের অভিনয় করা নিয়ে ক্ষোভ জানিয়েছেন অভিনেতা হিরো আলম।

রীতিমতো ক্ষোভ প্রকাশ করে হিরো আলম বলেন, ‘সানি লিওন বাংলাদেশে আসুক এটা আমি চাই না। পর্ন তারকাকে বাংলাদেশে আনার অর্থ আমি খুঁজে পাই না। বাংলাদেশের ইন্ডাস্ট্রি ধ্বংস হয়েছিল অশালীনতার কারণে, সেই অশালীনতাই আবার নিয়ে আসতে চাইছে একটা শ্রেণি।’

হিরো আলম আরও বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রে দেশের বাইরে থেকে কোনো শিল্পী আনার দরকার নেই। এখানে যারা মেধাবী রয়েছে তাদের নিয়েই কাজ করা যেতে পারে। সানি লিওনের মতো পর্ন তারকাদের দেশে আনলে ইন্ডাস্ট্রি ফের অন্ধকার দিকে যাবে।’

আশরাফুল আলম ওরফে হিরো আলমের এমন মন্তব্য পাওয়া যাচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ও সোশ্যাল সাইটগুলোতে।

আরও পড়ুন ::

Back to top button