বউ নির্যাতনের অভিযোগে সামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামির বিরুদ্ধে বউ নির্যাতনের ঘটনায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কলকাতার আলিপুরের একটি আদালত।
আলিপুর আদালত সামিকে ১৫ দিনের মধ্যে আত্মসমপর্ণের নির্দেশ প্রদান করেছে। ১৫ দিনের মধ্যে আদালতে আত্মসমর্পণ না করলে, সামিকে গ্রেপ্তার করা হবে বলে আদালত জানায়।
২০১৮ সালে সামির বিরুদ্ধে গৃহ নির্যাতনের অভিযোগ করেন স্ত্রী হাসিন জাহান। সামি এবং তার ভাইকে গৃহ নির্যাতনের ভারতের আইপিসি এর ৪৯৮(এ) ধারা অনুসারে অভিযুক্ত করা হয়েছে।
বর্তমানে সামি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দ্বিতীয় এবং ফাইনাল টেস্ট খেলার উদ্দেশ্যে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে।
সামি ভারতের ক্রিকেট দলের ফাস্ট বলার। বলিংয়ে সুয়িং এর জন্য সামি বেশ পরিচিত। ২০১৩ সালে জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে চারটি মেইডন ওভার করেছিল। ২০১৯ সালের ২৩ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারতের মধ্যে সবচেয়ে দ্রুত ১০০ উইকেটের রেকর্ডের মালিক সামি।