স্বাস্থ্য

আই কিউ বাড়াতে চান? সার্বিক স্বাস্থ্যে আগে নজর দিন

আই কিউ বাড়াতে চান? সার্বিক স্বাস্থ্যে আগে নজর দিন

কোনও মানুষের শরীরের আকার-আয়তন ও বুদ্ধিমত্তা নির্ভর করে তার জিনের উপর। কিন্তু, সম্প্রতি এক সমীক্ষা জানাচ্ছে, আপনার সার্বিক স্বাস্থ্য কতটা ভাল তার উপর নির্ভর করছে আপনার ‘আই কিউ’-এর মাত্রা। আপনার স্বাস্থ্য যদি ভাল হয় তবে আই কিউ মাত্রা থাকবে উপরের দিকে।

সম্প্রতি এক লক্ষ মানুষের উপর সমীক্ষা চালায় ইংল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। সেই সমীক্ষা দেখা গেছে যাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য তুলনামূলক ভাবে ভাল তাদের মধ্যে দ্রুত ভাবনা-চিন্তার করার ক্ষমতা অনেক বেশি।

গবেষকদের আশা, কোন জৈবিক পথে মানুষের স্বাস্থ্য এবং ভাবনা-চিন্তা করার ক্ষমতা প্রভাবিত হয় তা অনুসন্ধানে এই গবেষণা ইন্ধন জোগাবে।

আরও পড়ুন ::

Back to top button