Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলা

ফটোসেশনে ইউএস ওপেনের নতুন সেনসেশন বিয়াঙ্কা

ফটোসেশনে ইউএস ওপেনের নতুন সেনসেশন বিয়াঙ্কা

কানাডিয়ান টেনিস সেনসেশন বিয়াঙ্কা আন্দ্রেস্কু। ইউএস ওপেনের নতুন সেনসেশন যিনি। নারী এককের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারানোর পর থেকেই স্বপ্নীল সময় কাটছে এই তারকার।

গত রবিবার ইউএস ওপেন শিরোপা নিয়ে নিউইয়র্কের রকফেলার সেন্টারের ছাদে ছবি তোলেন ১৯ বছর বয়সী ইউএস ওপেন টেনিসের নতুন এই রানী।

শিরোপা প্রত্যাশী অভিজ্ঞ সেরেনাকে হারানোর পর থেকে হাওয়ায় ভাসতে থাকা বিয়াঙ্কা নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। সেরেনা যখন প্রথম ইউএস ওপেন জিতেছিলেন তখন বিয়াঙ্কার জন্মই হয়নি। বিয়াঙ্কা মারিয়া শারাপোভার পর প্রথম টিনএজার হিসেবে গ্র্যান্ড স্লাম জিতলেন।

ফটোসেশনে ইউএস ওপেনের নতুন সেনসেশন বিয়াঙ্কা

শনিবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে ম্যাচটিতে কিছুটা নড়বড়ে ছিলেন ৩৭ বছর বয়সী সেরেনা। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগান বিয়াঙ্কা। প্রথম সেট দাপটের সঙ্গে জিতে নেন ৬-৩ গেমে।

পরে দ্বিতীয় সেটেও ৫-১-এ এগিয়ে যান। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন সেরেনা। ৫-৫-এ সমতায় ফেরেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ৬-৩, ৭-৫ গেমে জিতে প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ট্রফিতে চুমু খান আন্দ্রেয়ে।

আরও পড়ুন ::

Back to top button