বিনোদন
নিজেই মন্ত্র পাঠ করে বিশ্বকর্মা পুজো করলেন জিৎ ! (ভিডিও সংযুক্ত)
জিৎ বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় তারকা। জিতের ছবি হলে আসা মানে তা সুপারহিট হবেই। কলকাতায় জিতের ফ্যান ক্লাবের সদস্যরা নিজেরাই একা দায়িত্ব নিয়ে তাঁর ছবি হিট করিয়ে দেন। কোয়েল, শ্রাবন্তী, শুভশ্রী থেকে শুরু করে টলিউডের সব নায়িকাদের সঙ্গেই জুটি বেধে ছবি করেছেন জিৎ।
কিন্তু তিনি ছবির দুনিয়ায় যতটা সফল, ততটাই সফল নিজের পারিবারিক জীবনেও। বিয়ের পর বউ বাচ্চাকে নিয়ে জিতের সুখের সংসার। বাস্তব জীবনেও জিৎ একেবারেই মাটির মানুষ। গত বুধবার ছিল বিশ্বকর্মা পুজো। জিৎ এই পুজো করলেন নিজের বাড়িতে। কোনও পুরোহিত ছাড়াই নিজেই করলেন সেই পুজো। নিজেই নারকেল ভাঙলেন। মন্ত্র পড়লেন। সোশাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হয়েছে। ভিডিও শেয়ার হতেই তাঁর ফ্যানেরা ভাইরাল করেছেন ভিডিও।
Source : News18