জীবন যাত্রা

প্রাক্তনকে পাওয়ার পঞ্চবাণ

প্রাক্তনকে পাওয়ার পঞ্চবাণ

আপনি আপনার প্রাক্তনকে খুব মিস করছেন? এমনকী ফিরে পেতেও চাইছেন? অথচ, বাধো-বাধো ঠেকছে৷ অনেক রাস্তা আছে৷ জেনে নিন…

১) মনে রাখবেন কোনও কোনও সময়ে অনুপস্থিতি মনকে দ্রব করে তোলে৷ তাই সময় নিন৷ কোনও একদিন প্রাক্তনকে টেক্সট করুন৷ ফোন করবেন না৷ শুধু জানান পুরনো দিনের এমন কোনও স্মৃতির কথা যা আপনার প্রাক্তনকে সামান্য হলেও নাড়া দিয়ে যাবে৷ যেমন, আপনি লিখতে পারেন, ‘সেদিন এফএম রেডিওতে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ‘বলা বারণ’ শুনলাম হঠাত্‍… মনে পড়ে গেল তোমার সঙ্গে কলামন্দিরে অনিন্দ্যর গান শোনার কথা… মনে আছে?’ যদি আপনার টেক্সটের কোনও উত্তর পান তাহলে আপনি আরও একবার আশা করতে পারেন পুরনো বান্ধবীকে ফিরে পাওয়ার৷

২) প্রথম শর্ত, একদম তাড়াহুড়ো করবেন না৷ এক সময় তিনি আপনার প্রেমিক ছিলেন, তাই আপনি যদি ভাবেন খুব দ্রুত ফিরে পাবেন তাঁকে সেটা ভুল৷ অধিকাংশ সময়ই প্রাক্তনের ফিরে আসার সম্ভাবনা হয় খুব ধীর গতিতে৷

৩) যদি টেক্সট করার পর কোনও পজিটিভ উত্তর পান, তাহলে তাঁকে ফোন করুন৷ এবার আর টেক্সট বা ই-মেল করবেন না৷ বরং, তাঁকে বলুন কোনও একটা আর্ট এক্সিবিশন অথবা নতুন কোনও হলিউডি সিনেমা দেখতে আসার কথা৷ প্রাক্তনের কাছে একটা রিল্যাক্সড পরিবেশের আশ্বাস যেন থাকে আপনার এই টেলিফোনিক আমন্ত্রণে৷ কোনও চাপের আভাস রাখবেন না৷ মনে রাখবেন, আপনার এই আমন্ত্রণ যদি আপনার প্রাক্তন গ্রহণও করেন তাহলে সেটা ফিরে আসার যথেষ্ট ইঙ্গিত নয়৷ ঘটনাক্রমে যদি তিনি আপনার আমন্ত্রণ গ্রহণ না করেন তাহলে হাত-পা ছড়িয়ে কাঁদতে বসবেন না৷ যদি তাঁর ফেরার হয় তাহলে তিনি ফিরবেন তাঁর নিজের টাইম-টেবল অনুযায়ী৷

৪) যদি আপনার আমন্ত্রণ তিনি গ্রহণ করেন, তাহলে দেখা হলে প্রথমেই তাঁকে জিজ্ঞেস করুন তিনি কেমন ছিলেন গত কয়েকমাস৷ এখনও কি তাঁর প্রিয় কুকুর তাঁর পাশে শুয়ে রাতে ঘুমোয়? যদি ভালোয়-ভালোয় বেশ কিছু সময় কেটে যায়, তারপর বলুন আপনি আরও একবার ফিরে পেতে চান তাঁকে৷ এটাও জানান আপনি মিস করছেন তাঁকে৷ দেখুন এটা বলার পর তাঁর প্রতিক্রিয়া কী হয়৷ অতীত তিক্ততা নিয়ে কোনও আলোচনাই করবেন না৷ বরং আলোচনার বিষয়টা হালকাই রাখুন৷

৫) যদি এর পরেও ঠিক-ঠাক চলে তাহলে আপনি এগোতে পারেন আরও একটা ধাপ৷ আপনি অতীতে তাঁকে যে কষ্ট দিয়েছেন সে ব্যাপারে এখন ক্ষমা চেয়ে নিন৷ পাশাপাশি এটাও বলুন ঠিক কোন পরিস্থিতিতে আপনি এমন কাজ করতে বাধ্য হয়েছিলেন৷ বিচ্ছেদের সমস্ত দায়িত্ব আপনি নিজের কাঁধে নিয়ে রাখুন৷ কেবল মনে রাখবেন অতীতের, সব ভুল নিয়ে আলোচনা করবেন না৷ বরং অতীত সম্পর্কের ভালো দিকগুলো নিয়ে স্মৃতি রোমন্থন করুন৷

আরও পড়ুন ::

Back to top button