খেলা

বিশ্বকাপের সময় মদের দাম কমাবে কাতার

বিশ্বকাপের সময় মদের দাম কমাবে কাতার

আগামী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে। ২০২২ সালে অনুষ্ঠিত হবে ওই আসরটি। বিশ্বকাপ উপলক্ষ্যে সারা বিশ্ব থেকেই ফুটবল প্রেমীরা সেসময় ভিড় করবে কাতারে। বাইরের দেশের সমর্থকদের কথা ভেবে, বিশ্বকাপ চলাকালীন কাতারে মদ সহজলভ্য করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশটি যথেষ্টই রক্ষণশীল। সেখানে মদ্য পান ও বিক্রি নিষিদ্ধ। কিন্তু বিশ্বকাপের সময় সেই নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। সেই সাথে মদের দাম কমানোর চিন্তাভাবনাও করছে তারা।

বিশ্বকাপে সারা বিশ্ব থেকেই প্রচুর মানুষ কাতার ভ্রমণ করবেন। থাকবেন ইউরোপিয়ানরাও। তাদের সবার কথা ভেবে এমন সিদ্ধান্ত। কাতার বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষের প্রধান নাসের আল-খাতের বলেছেন, ‘অ্যালকোহল (মদ) আমাদের সংস্কৃতির অংশ নয়। এখানে অন্যান্য দেশের মতো মদ সহজলভ্য নয়। কিন্তু বিশ্বকাপের সময় কাতারে বিভিন্ন দেশ থেকে প্রচুর সমর্থক আসবেন, যারা নিয়মিত মদ্যপান করেন। আমরা নির্দিষ্ট কিছু জায়গা নির্ধারণ করেছি, যেখানে গিয়ে দর্শকরা মদ্যপান করতে পারবেন। তবে ঐতিহ্যবাহী স্থানগুলোতে মদ্যপান নিষিদ্ধ থাকবে।’

সমর্থকরা যাতে স্বল্পমূল্যে মদ পেতে পারেন, সেই চিন্তাও করছে আয়োজন কমিটি। নাসের বলেছেন, ‘মদের দাম নিয়েও আমরা ভাবছি। কিভাবে মদের দাম কমানো যায় সেই উপায়ও খোঁজা হচ্ছে।’

আরও পড়ুন ::

Back to top button