রাশিফল ও ভবিষ্যৎ

আপনার আয়ু কেমন? খুব সহজেই আন্দাজ করে নিন নিজের হাত দেখে

আপনার আয়ু কেমন? খুব সহজেই আন্দাজ করে নিন নিজের হাত দেখে

‘মানুষ মরণশীল।’ এর চেয়ে বড় সত্য আর কী আছে? কিন্তু ঠিক কত বছর এই পৃথিবীতে শরীর টিকে থাকবে, সেটা জানার কৌতূহল কমবেশি সকলেরই হয়। তবে এমনটা ঠিক নয় যে, হাতের রেখা দেখে ঠিক কতদিন আয়ু তার ভবিষ্যৎবাণী করা যাবে। তবে কিছু কিছু লক্ষণ দেখে একটা আন্দাজ করা যায়।

প্রথমেই চিনে নেওয়া দরকার, হাতের পাতায় কোনটি জীবনরেখা বা লাইফ লাইন? জেনে নিন তর্জনী থেকে কব্জি পর্যন্ত যে প্রায় ধনুকাকৃতি রেখা থাকে সেটিই আয়ু রেখা।

জ্যোতিষ মতে এই রেখার মাধ্যমে মানুষের শরীর ও স্বাস্থ্য বিচার করা যায়। আবার এই রেখা থেকেই জানা যায় মানুষের আয়ুষ্কাল কেমন হতে পারে।

আপনার আয়ু কেমন? খুব সহজেই আন্দাজ করে নিন নিজের হাত দেখে

১। যদি কারও জীবনরেখা আবছা হয়, তবে তার মধ্যে সব সময়ে ভয় কাজ করে, উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটে। স্নায়বিক দুর্বলতা থাকে।

২। যদি কারও জীবনরেখা খুব স্পষ্ট হয় তবে তিনি শান্ত মনের হন। শরীর ভাল থাকে, জীবনও সুখের হয়।

৩। যদি কারও জীবনরেখা সোজা না হয়ে ধনুকের মত বাঁকানো হয়, তবে তার মধ্যে অফুরন্ত জীবনশক্তি থাকে।

৪। যদি কারও জীবনরেখা সোজা হয়, তবে সে খুব বিচক্ষণ হয়।

৫। কারও হাতে যদি দু’টি জীবনরেখা থাকে তবে তারা দীর্ঘায়ু হন।

৬। জীবনরেখা তালু থেকে কব্জিতে নামার মাঝে ভেঙে গেলে তাদের আয়ু নিয়ে দুশ্চিন্তা থাকে।

সব শেষে একটি কথা মনে রাখা দরকার জ্যোতিষ মতে হস্তরেখা বিশ্লেষণ খুব গুরুত্বপূর্ণ হলেও একই সঙ্গে কোষ্ঠী বিচার করে তবেই জানা যায় ভবিষ্যৎ। তাই একই রকম জীবন রেখা দু’জন মানুষের ক্ষেত্রে দু’রকম ফল দিতেই পারে।

আরও পড়ুন ::

Back to top button