বিনোদন

এবার রাখির দাবি তিনি ‌‌‘প্রেগন্যান্ট’

এবার রাখির দাবি তিনি ‌‌‘প্রেগন্যান্ট’

কিছুদিন আগেই বিয়ে নিয়ে চলেচিল ড্রামা। হানিমুনের কথাও বলেছিলেন রাখি সাওয়ান্ত। এবার তার দাবি তিনি নাকি ‌‌‘প্রেগন্যান্ট’।

‘জানু আই অ্যাম প্রেগন্যান্ট’, এমনটাই লিখে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন রাখি। কয়েক মাস আগে নিজেই তিনি দাবি করেছিলেন, যে তিনি বিবাহিতা। আর এখন তিনি দাবি করছেন যে তিনি গর্ভবতী।

কয়েকদিন আগেই জনৈক রীতেশ নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ের কথা জানিয়েছিলেন রাখি। যদিও সে ব্যক্তিকে এখনও পর্যন্ত দেখা যায়নি প্রকাশ্যে। রাখি দাবি, তার স্বামী রীতেশ নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসে কর্মরত। তবে সেই সমস্ত গল্পের পর এবার রাখি নিজেই একটি ইনস্টাগ্রাম ভিডিওতে জানিয়েছেন যে তিনি গর্ভবতী। রাখি সত্যিই গর্ভবতী কিনা তা জানা যায়নি।

রাখির এ ভিডিও ঘিরে তোলপাড় শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই দাবি করছেন রাখি ‘অতি নাটকীয়তার রানি’ হয়ে উঠেছেন। শোনা গিয়েছিল, বিগ বস-১৩ তে রাখীকে দেখা যাবে খুব শিগগিরিই সঙ্গে থাকবেন তার স্বামী। তবে এখন সেই আশায় পানি ঢেলে নতুন ভিডিও পোস্ট করেন ড্রামা কুইন।

আরও পড়ুন ::

Back to top button