প্রযুক্তি

ক্রেডিট কার্ড ব্যবহারের সময় মাথায় রাখুন এই বিষয়গুলো

ক্রেডিট কার্ড ব্যবহারের সময় মাথায় রাখুন এই বিষয়গুলো

জীবনকে সহজ করে তুলতে ক্রেডিট কার্ড অতুলনীয়। অর্থ নিরাপত্তা নিয়ে কম বেশি সবাই চিন্তিত থাকেন। এই চিন্তার সহজ সমাধান ক্রেডিট কার্ড। আবার অনেক বেশি ব্যবহার করে পড়তে হয় ঝামেলায়। কিছুটা সতর্ক থাকলে এই ঝামেলা এড়ানো সম্ভব। কিছু কৌশল ব্যবহার করে ক্রেডিট কার্ড ব্যবহার করলে এই প্লাস্টিক মানি জীবনকে করে তুলবে আরো বেশি সহজ এবং আরামদায়ক। ক্রেডিট কার্ড ব্যবহারের সময় এই বিষয়গুলো মনে রাখুন।

১। প্রতি মাসে বিল পরিশোধ করুন
অনেকে আছেন ক্রেডিট কার্ডে ঋণ না হওয়া পর্যন্ত বিল পরিশোধ করেন না। যার ফলে ক্রেডিট কার্ডের বিল একটি বিশাল অঙ্কে পরিণত হয়। প্রতি মাসের ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করার চেষ্টা করুন।

২। নির্দিষ্ট সময়ে বিল পরিশোধ করুন
ক্রেডিট কার্ডের বিল নির্দিষ্ট সময়ে পরিশোধ করুন। সময় চলে গেলে এর জন্য লেট ফি দিতে হবে। আবার কিছু প্রতিষ্ঠান আছে দেরি করে বিল পরিশোধ করার জন্য অতিরিক্ত সুদের হার ধার্য করে।

৩। একের অধিক ক্রেডিট কার্ড ব্যবহারের আগে ভাবুন
আপনি যদি একটি ক্রেডিট কার্ড ব্যবহার করেন এবং তার স্কোর যদি ভালো হয়, তবে অন্যান্য ক্রেডিট কার্ড ব্যবহারে আপনার কাছে আমন্ত্রণ আসতে পারে। সেক্ষেত্রে হুট করে কোনো ক্রেডিট কার্ড নিয়ে নিবেন না। আপনার যদি প্রয়োজন হয়, তবে ভালো করে ক্রেডিট কার্ডের নিয়ম পড়ে বুঝে তারপর সিদ্ধান্ত গ্রহণ করুন। ক্রেডিট কার্ডের বার্ষিক চার্জ, দেরিতে পরিশোধের চার্জ, এপিআর-এর হার ইত্যাদি বিবেচনা করে তারপর ক্রেডিট কার্ড পছন্দ করুন। প্রয়োজন না হলে একের অধিক ক্রেডিট কার্ড ব্যবহার করা থেকে বিরত থাকুন।

৪। সতর্কতা
ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটার সময় কিছু বিষয় লক্ষ্য রাখবেন। কেনাকাটার পর কার্ডটি যেন আপনার সামনেই মেশিনে ব্যবহার করা হয়। বিলের স্লিপ সই করার সময় দেখে নিতে হবে যে আপনি যে পরিমাণ টাকার কেনাকাটা করেছেন সেই পরিমাণ স্লিপে উল্লেখ আছে কিনা। মাসিক বিল আসার আগ পর্যন্ত আপনার স্লিপটি সংরক্ষণ করুন। কার্ড হারিয়ে যাওয়ার সাথে সাথে ব্যাংককে বিষয়টি জানান।

এই ছোট ছোট বিষয়গুলো মনে রাখলে ক্রেডিট কার্ড সংক্রান্ত ঝামলা এড়ানো সম্ভব।

সূত্র: মানিটিপস ডট কম এবং লাইফহ্যাক

আরও পড়ুন ::

Back to top button