অপরাধ

ছি! মা দুর্গার ভাসানে আদিবাসী মহিলার চরম সর্বনাশ ঘটাল যুবকরা

ছি! মা দুর্গার ভাসানে আদিবাসী মহিলার চরম সর্বনাশ ঘটাল যুবকরা - West Bengal News 24

বোলপুর থানার মির্জাপুর গ্রামে আদিবাসী পাড়ায় এক আদিবাসী মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল গ্রামেরই বেশ কিছু যুবকের বিরুদ্ধে ৷ অভিযোগ, গতকাল প্রতিমা নিরঞ্জন ছিল গ্রামে ৷

তখনই মহিলাটি অন্য একটি পুরুষের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিল ৷ গ্রামের ছেলেরা সেটি দেখে ফেলে এবং ছেলেটিকে তাড়িয়ে দেয় ৷ এরপরেই মেয়েটির উপর শারীরিক নির্যাতন ও মারধর করে বলে অভিযোগ ৷ মেয়েটির পরিবার ও মেয়েটি যদিও বোলপুর থানায় এখনও কোন লিখিত অভিযোগ দায়ের করেনি ৷ পুলিশ ঘটনা জানতে পেরে তদন্ত শুরু করেছে ৷

এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশ ছেলেগুলির বিরুদ্ধে তদন্ত করবে বলে জানিয়েছে ৷ তাছাড়াও মেয়েটির পরিবারের দাবি, পুলিশ অভিযোগ করলে তাঁদেরকে গ্রাম থেকে বের করে দেয়া হবে বলে ভয় দেখাচ্ছে গ্রামের যুবকরা ৷

সুত্র : dailyindia.in

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য