জীবন যাত্রা

আপনার সম্পর্কের পরিণতি জানুন সঙ্গীর আচরণ দেখে

আপনার সম্পর্কের পরিণতি জানুন সঙ্গীর আচরণ দেখে

কথায় আছে বিয়ের পিঁড়িতে বসেও বিয়ে ভেঙে যায়৷কিন্তু তা বলে তো আর দীর্ঘদিনের সম্পর্ককে পুরোপুরি বিধাতার হাতে ছেড়ে নিশ্চিন্তে প্রেম করে যাওয়া যায় না৷ যার সঙ্গে সম্পর্কে আছেন তিনি আদতে আপনাদের সম্পর্কের পরিণতি নিয়ে কি ভাবছেন তা জেনে নেওয়া দরকার৷ এক্ষেত্রে একটু চোখ কান খোলী রাখতে হবে আপনাকে৷ নিজের সম্পর্কের পরিণতি জানতে একবার দেখে নিন নীচের তথ্যগুলি৷ এতে আপনার সম্পর্ক বুঝতে সুবিধা হবে৷

১. অনেক কথার মধ্যে মাঝে মাঝে বিবাহিত জীবনের স্বপ্নের জাল বুনছেন তো আপনার সঙ্গী৷? লক্ষ্য করুন তিনি নিজে থেকে কখনও আপনাদের দুজনকে ঘিরে সুখী দাম্পত্যের গল্প করছেন কি না৷ তার সন্তানের ইচ্ছা, ঘর সাজানোর ইচ্ছা, আপনার সঙ্গে হানিমুনে যাওয়ার ইচ্ছা কিংবা কোনও খাবার রান্না করে খাওয়ানোর কথা বলছেন কি না৷ যদি আপনার সঙ্গী এসব কথা আলোচনা করেন তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন আপনার পার্টনার আপনাকে নিয়ে ভবিষ্যত সাজাচ্ছেন৷ যদি তিনি নিজে না বলেন তাতে ভয়ের কিছু নেই৷ আপনিই সেক্ষেত্রে শুরু করতেন পারেন এধরণের আলোচনা৷ দেখুন তাতে কেমন সাড়া দিচ্ছেন আপনার সঙ্গী৷

২. লক্ষ্য করুন ভবিষ্যতের কথা বলার সময় আপনার সঙ্গী ‘যদি’ শব্দটি ব্যবহার করছেন না ‘যখন’ কথাটি ব্যবহার করছেন৷ য়েমন ধরুন যখন আপনাদের বিয়ে হবে তখন কি করবেন সেই কথা বলছেন না যদি বিয়ে হয় তাহলে কি করবেন সেকথা বলছেন৷ অবশ্যই আপনার সঙঅগী যদি আপনাদের ভবিষ্যত পরিকল্পনা শুরু করে দিয়ে থাকেন তাহলে কখনওই তিনি যদির কথা বলবেন না৷

৩. আপনার সঙ্গী আপনাকে তার পরিবারের সদস্যদের মধ্যে আপনাকে গণ্য করছেন কি না লক্ষ্য করুন৷ কোনও পারিবারিক অনুষ্ঠানে আপনাকে নিমন্তন্ন করছেন কিনা৷ পরিবারের অন্য কোনও সদস্যদের সঙ্গে আপনাকে পরিচয় করাচ্ছেন কিনা৷ যদি আপনাকে তিনি তার পরিবারের সদস্য করতে চান তাহলে নিশ্চয়ই আপনাকে তার পরিবারের সদস্যদের সঙ্গে পরিচিত করাবেন৷

৪. আপানর প্রিয় বান্ধবীকে আপনার সঙ্গীর পছন্দ না হতেই পারে৷ কিন্তু আপনার বন্ধুর সঙ্গে তার দেখা হলে তিনি কেমন ব্যবহার করছেন তা লক্ষ্য করুন৷ আপনার বন্ধুকে পছন্দ না করলেও আপনাদের সম্পর্কের পরিনতির কথা ভাবলে আপনার সঙ্গী অবশ্যই আপনার বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করবেন৷ কারণ তিনি জনেন, আপনার সঙ্গে সারাজীবনের সম্পর্কে জড়ালে আপনার চারপাশের সকলের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে তাকে৷

৫. আপনাদের বিয়ের তারিখ ঠিক করার কথা, আপনাদের বিয়ের দিনের অনুষ্ঠানের কথা আপনার সঙ্গী আপনার সঙ্গে করছেন তো? আপনার সঙ্গীর মধ্যে বিয়ের ইচ্ছা জাগলে তা তার কথায় প্রকাশ পাবেই৷ তাই আপনার সঙ্গীর কথায় লক্ষ করুন৷ তিনি তার বিয়ের দিন নিয়ে উচ্ছ্বসিত কিনা৷

আরও পড়ুন ::

Back to top button