জোকস
গাধা, দাদা, বউদি
আমাদের পল্টু রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে হঠাৎ করে একটা গাধার সামনে আছাড় খেয়ে পড়ে গেলো।
ঠিক ঐসময়েই রাস্তা দিয়ে দুজন মেয়ে যাচ্ছিলো। তারা পল্টুর ঐ অবস্থা দেখে হেসে কুটোপাটি। পল্টুকে খ্যাপানোর জন্য দুজনেই বললো, “কিগো, তোমার দাদার আশীর্বাদ নিচ্ছো না কি?”
পল্টু ও সঙ্গে সঙ্গে বলে উঠলো, “হ্যাঁগো বউদি, একদম ঠিক বলেছো।”