রূপচর্চা

ব্রণ কমাতে মুলতানি মাটির ব্যবহার

ব্রণ কমাতে মুলতানি মাটির ব্যবহার

ত্বক পরিচর্চায় মুলতানি মাটির ব্যবহার খুব প্রচলিত। মুলতানি মাটির ফেস প্যাক ত্বকের তেল তেলে ভাব দূর করে এবং উজ্জ্বলতা বাড়ায়। তেল শোষণ করার ক্ষমতা থাকায় এটি ব্রণ কমাতে উপকারী।

ব্রণ কমাতে মুলতানি মাটি ব্যবহারের পদ্ধতি জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনা।

১. দুই টেবিল চামচ মুলতানি মাটি, দুই টেবিল চামচ মধুর সঙ্গে ভালোভাবে মেশান। এর মধ্যে এক টেবিল চামচ হলুদ গুঁড়া মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রাখুন। এবার হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে কয়েকবার এই পদ্ধতি অনুসরণ করুন।

আরও পড়ুন : মুলতানি মাটি চোখের নিচের কালো দাগ দূর করে!

২. দুই টেবিল চামচ মুলতানি মাটি, এক টেবিল চামচ নিমের গুঁড়া ও এক চা চামচ গোলাপ জল একত্রে মেশান। এর মধ্যে সামান্য লেবুর রস দিন । এবার উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে মুখে মাখুন। ১৫ মিনিট পরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

৩. মুলতানি মাটি ও অ্যালোভেরা জেল একত্রে মিশিয়ে মুখে মাখুন। ২০ থেকে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনদিন এই পদ্ধতি অনুসরণ করুন।

আরও পড়ুন ::

Back to top button