Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
স্বাস্থ্য

“হান্টা ভাইরাস” কী এবং কীভাবে এটি ছড়িয়ে পড়ে? জেনে নিন

“হান্টা ভাইরাস” কী এবং কীভাবে এটি ছড়িয়ে পড়ে? জেনে নিন

বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে।লক্ষ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত।মৃত্যু হয়েছে কয়েক হাজার মানুষের।এর মধ্যেই চিনের মাটিতে জন্ম নিল নতুন ভাইরাস।নাম ‘হান্টা ভাইরাস’।

চিনের গ্লোবাল টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী,গতকাল চিনের হুনান প্রদেশে এই হান্টা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির।

আরও জানা গিয়েছে,চ্যাটার্ড বাসে করে শ্যানডং প্রদেশে যাচ্ছিলেন ওই ব্যক্তি।যাওয়ার সময় বাসেই মৃত্যু হয় তাঁর।বাসে বাকি ৩২ জন যাত্রীর শরীরেও মিলেছে হান্টা ভাইরাস।

হান্টা ভাইরাস কী? কিভাবে এটা ছড়িয়ে পড়ে?

সেন্টার ফর কনট্রোল ডিজিস জানিয়েছে, ভাইরাসটি মূলত ইঁদুর থেকে ছড়িয়ে পড়ে।ইঁদুরের লালা বা প্রসাব থেকে ছড়ায়।এই ভাইরাসের কিছু উপসর্গ আছে।আসুন জেনে নেওয়া যাক।

একনজরে হান্টা ভাইরাসের উপসর্গ

  • ৹ জ্বর
  • ৹ মাথা ব্যাথা
  • ৹ গা ব্যাথা
  • ৹ পেটে ব্যাথা
  • ৹ ডায়েরিয়া
  • ৹ বমি

তবে করোনা ভাইরাসের মতো ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে না।কারন এই ভাইরাস করোনার মতো মানুষের শরীরে এতটা ছড়িয়ে পড়ে না।তবে এই ভাইরাস প্রাণঘাতী বলে মনে করছে গবেষকরা।

সুত্র : independent24x7

আরও পড়ুন ::

Back to top button