খেলা

সারা বিশ্ব যখন করোনার বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত, তখন আইপিএল নিয়ে চিন্তিত এই ক্রিকেটার

সারা বিশ্ব যখন করোনার বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত, তখন আইপিএল নিয়ে চিন্তিত এই ক্রিকেটার

 

মুম্বই: পরিস্থিতি স্বাভাবিক হলে যে কোনও মূল্যেই হোক অনুষ্ঠিত হবে আইপিএল ২০২০। আশাবাদী মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা।

বৃহস্পতিবার মেয়ে সামাইরাকে নিয়ে সঙ্গে ইংল্যান্ডের প্রাক্তন তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসনের সঙ্গে ইনস্টাগ্রামে লাইভ চ্যাটে আড্ডা দিচ্ছিলেন ‘হিটম্যান’। সেখানেই মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে আইপিএলের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন পিটারসন। উত্তরে রোহিত জানান, ‘সামনের দিকে তাকাচ্ছি। ফিঙ্গার ক্রসড। পরিস্থিতি স্বাভাবিক হলে আইপিএল অনুষ্ঠিত হবে বলেই আমার বিশ্বাস।’

এখনেই শেষ নয়। এরপর পিটারসনের সঙ্গে নিজের দলের ব্যালান্স নিয়েও আলোচনা করেন রোহিত। নিজের দল নিয়ে বলতে গিয়ে রোহিত জানান, ‘ক্রিস লিন, ট্রেন্ট বোল্ট, ন্যাথান কুল্টার-নাইলের মতো দারুণ কয়েকজন ক্রিকেটারের অন্তর্ভুক্তি আমাদের দলে ঘটেছে। সুইং বলে ওয়াংখেড়ের পিচে ভয়ঙ্কর হয়ে ওঠার ক্ষমতা রাখেন বোল্ট। সঙ্গে রয়েছেন বুমরাহ। বোল্ট-বুমরাহ জুটির কম্বিনেশন দেখার অপেক্ষায় রয়েছি আমি।’

নোভেল করোনা ভাইরাসের জেরে সমগ্র বিশ্ব এই মুহূর্তে চরম সংকটের সম্মুখীন। গোটা পৃথিবীর সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও হু-হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আগামী ১৪ এপ্রিল অবধি দেশে জারি করা হয়েছে লকডাউন। এমতাবস্থায় আপাতত ১৫ এপ্রিল অবধি স্থগিত রাখা আইপিএলের ভবিষ্যত্‍ চলতি মরশুমে বিশ বাঁও জলে। গত মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে কনফারেন্স কলে আইপিএলের ভবিষ্যত্‍ নির্ধারণের কথা থাকলেও পরিস্থিতি বিচার করে তা বাতিল করেছে বিসিসিআই।

আইপিএলের ভবিষ্যত্‍ সম্পর্কে নিশ্চিন্ত নন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও। চলতি সপ্তাহেই ফ্র্যাঞ্চাইজি লিগের ভবিষ্যত্‍ প্রসঙ্গে মহারাজ জানান, ‘স্থগিত ঘোষণা করার সময় আমরা যে তিমিরে ছিলাম এখনও সেই তিমিরেই রয়েছি। গত ১০ দিনে কিছুই পরিবর্তন ঘটেনি। আমার কাছে আইপিএলের ভবিষ্যত্‍ নিয়ে কোনও উত্তর নেই।’

তবে রোহিতের মতোই আইপিএল আয়োজন নিয়ে আশাবাদী ইংল্যান্ড ও রাজস্থান রয়্যালসের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জোস বাটলার। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্‍কারে বাটলার জানিয়েছেন, এই মুহূর্তে সম্ভাবনা না থাকলেও আমি আশাবাদী কাটছাঁট করে হলেও অনুষ্ঠিত হবে আইপিএল। আর সেকথা মাথায় রেখে প্রস্তুতিও সারছেন তিনি।

সুত্র: কলকাতা24×7

আরও পড়ুন ::

Back to top button