বিনোদন

চা-কাকুর অন্নসংস্থানের দায়িত্ব নিলেন সাংসদ মিমি

চা-কাকুর অন্নসংস্থানের দায়িত্ব নিলেন সাংসদ মিমি

সকলেই যাকে নিয়ে ট্রোল করেছিলেন, সেই চা-কাকু ওরফে মৃদুল বাবুর সাহয্যার্থে এগিয়ে এলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী।

তাঁর সারা জীবনের অন্নসংস্থানের দায়িত্ব নিলেন মিমি।

চা কাকুর বাড়িতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়ে ভিডিও কলে তাঁর খোঁজখবরও নিয়েছেন মিমি।

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে ভারতবাসী জনতা কার্ফু পালন করে। সেদিনই চা প্রিয় মানুষটি বাইরে বেরিয়ে এসেছিলেন। বলেছিলেন “আমরা কি চা খাব না? চা খাব না আমরা?”

মৃদুলবাবুর এই কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর ক্ষীপ্রতার সঙ্গে তাঁর সাহায্যে এগিয়ে এসেছেন।

বাড়িতে একমাত্র রোজগেরে ব্যক্তি তিনি। বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা, বোন।

ভিডিও কলে যাদবপুরের সাংসদ মৃদুলবাবুকে জানিয়ে দিয়েছেন, তিনি যেন ঘরের বাইরে না বেরোন। তাঁকে ফোন নম্বর দেয়া হবে, প্রয়োজনে সেই নম্বরে ফোন করলেই সব সমস্যার সমাধান করা হবে।

সুত্র: নর্থ ইস্ট নাউ

আরও পড়ুন ::

Back to top button