শ্যুটিং বন্ধ ! বাড়িতেই পোষ্যের সঙ্গে খেলায় মত্ত রানি রাসমণি ! দেখুন ভিডিও
কলকাতা: লকডাউনে গৃহেবন্দি হয়ে রয়েছেন টলিউডের সেলেবরা। করোনা ভাইরাসের মোকাবিলায় সকলকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এভাবে কিছুটা হলেও করা যাবে ভাইরাসের মোকাবিলা। এই সময় ঘরে বন্দি রয়েছেন টলিউড অভিনেত্রী দিতিপ্রিয়া। রানি রাসমণি সিরিয়ালে অভিনয়ের জন্য দিতিপ্রিয়া সকলের খুব প্রিয়। এই সময় বন্ধ রয়েছে শ্যুটিং। বাড়িতে থাকতে হচ্ছে তাঁকে।
তবে বাড়িতে চুপটি করে বসে থাকার মেয়ে সে নয়। আদরের পোষ্য পপকর্নের সঙ্গে জমিয়ে করছে খেলা। দিতিপ্রিয়াকে পেয়ে পোষ্য কুকুরটিও বেজায় খুশি। সারা বাড়ি জুড়ে তাঁরা দুজনে মিলে দৌড়াদৌড়ি শুরু করেছে। এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লেখেন, ” আমার পপকর্ন তো খুব ভাল আছে। খেলছে। কিন্তু রাস্তায় যে কুকুররা ঘুরে বেড়াচ্ছে তারা ভাল নেই। তারা কিছু খাবার পাচ্ছে না। তাদেরকে বাঁচিয়ে রাখতে সবাই খাবর দিন। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।” দিতিপ্রিয়ার পোস্টে তাঁর সঙ্গে সহমত হয়েছেন তাঁর ফ্যানেরাও।
সুত্র: News18