জলপাইগুড়ি

নাগরাকাটা থানার বিশেষ উদ্যোগে রক্তদান শিবির, রক্ত দিলেন বিডিও ও বিধায়ক

নাগরাকাটা থানার বিশেষ উদ্যোগে রক্তদান শিবির, রক্ত দিলেন বিডিও ও বিধায়ক

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : লকডাউনের জেরে রক্তের সংকটে পড়েছে জেলার একাধিক হাসপাতাল। ফলে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশেই রক্ত সংকট মেটাচ্ছে রাজ্যের বিশাল পুলিশ বাহিনী।

আজ নাগরাকাটা থানার উদ্যোগে থানার অনুষ্ঠিত হল রক্তদান কর্মসূচি শিবির । “রক্ত দান, জীবন দান” পুলিশের এই মহান কর্মে সাধুবাদ জানিয়ে রক্তদান শিবিরকে সুন্দর ভাবে সাফল্যমণ্ডিত করতে এগিয়ে আসেন নাগরাকাটা ব্লকের বিডিও স্মিতা সুভ্বা এবং বিধায়ক শুক্রা মুন্ডা । এদিন বিডিও এবং বিধায়ক নিজেরাও রক্ত দিয়ে অনুপ্রাণিত করেন ।

শুধু করোনা মোকাবিলায় নয়, হাসপাতালগুলিতে যখন রক্ত সংকটের মুখে পড়েছে অসংখ্য সাধারণ মানুষ । তখন মানুষের সেবায় রক্ত নিয়োজিত করল নাগরাকাটা থানার পুলিশ । রক্ত দিলেন নাগরাকাটা থানার ওসি সঞ্জু বর্মণ, সিনিয়ার পুলিশ কর্মী বোশিষ্ট শীল সহ একদল পুলিশ বাহিনী ।
মানুষের প্রাণ সুরক্ষায় বিশেষ ভুমিকা পালন করছে এবার পুলিশ । পুলিশের রক্তদান দেখে খুশি নাগরাকাটাবাসী ।

আরও পড়ুন ::

Back to top button