দঃ ২৪ পরগনা

লকডাউনের জেরে শিকেয় উঠেছে বাংলার মৃৎশিল্প! অসহায় প্রায় ১০০ টি পরিবার

লকডাউনের জেরে শিকেয় উঠেছে বাংলার মৃৎশিল্প! অসহায় প্রায় ১০০ টি পরিবার

নিজস্ব প্রতিবেদক, কুলপি, দক্ষিণ ২৪ পরগনা :: ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সারা বছর এভাবেই চলছে তাদের জীবনযাত্রা। দিন আনা দিন খাওয়া এই মানুষগুলো। এদিকে চলছে টানা লকডাউন, কিন্তু এই মানুষগুলোর ভরসা একমাত্র ঈশ্বর।

এমনই চিত্র ধরা পরলো দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত বাগারিয়া চন্ডিপুর উত্তর গ্রামের!

লকডাউন এর জেরে এই গ্রামের মৃৎশিল্পীদের জিনিসপত্র বাইরে বিক্রির জন্য যাচ্ছে না। তাই তাদের অর্থাভাব দেখা দিয়েছে।

কারো স্বামী তিন বছর হয়েছে গত আবার কারো স্বামী পাঁচ বছর হয়েছে গত। এইসব মহিলারা মৃৎশিল্পের কাজ করে নিজেদের জীবন-জীবিকা গড়ে তুলেছিলেন। কিন্তু টানা লকডাউনের জেরে তাদের তৈরি মাটির জিনিসপত্র বাজারে বিক্রি হচ্ছে না তাই তারা এখন অনাহারে দিন কাটাচ্ছে।

তাদের দাবি এখনো তারা কোনরূপ সরকারি সাহায্য পাননি। মাটির দেয়াল খসে পড়ছে বিভিন্ন জায়গা দিয়ে, ঘরের চালের অবস্থা জরাজীর্ণ। সারাবছর মাটির তৈরি জিনিস বিক্রি করে সংসারের সবার পেটের আহার যোগান হয় এই সমস্ত মৃৎশিল্পীদের। এখন তারা দারুন অসহায় হয়ে পড়েছে। সরকারি সাহায্য না পাওয়ায় তাদের প্রত্যেকের অবস্থা খুব শোচনীয়।

আরও পড়ুন ::

Back to top button