জানা-অজানা

সর্বাধিক অ্যালকোহল পান করে কারা?

সর্বাধিক অ্যালকোহল পান করে কারা?

অ্যালকোহল পানের ক্ষেত্রে অনেকেই মার্কিনি বা রাশিয়ানরা সবচেয়ে এগিয়ে আছে বলে মনে করলেও বাস্তবে তা নয়। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান ইউরোমনিটর সমীক্ষার ভিত্তিতে জানিয়েছে এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে দক্ষিণ কোরিয়ানরা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

সমীক্ষায় উঠে এসেছে দক্ষিণ কোরিয়ানরা প্রতি সপ্তাহে গড়ে ১৩.৭ শট অ্যালকোহল পান করে। এ হার তাদের প্রতিদ্বন্দ্বী রাশিয়ানদের প্রায় দ্বীগুণ।

সূত্র জানিয়েছে, দক্ষিণ কোরিয়ানরা ‘সনজু’ নামে ভাতের তৈরি একধরনের ভদকা পান করে। আর এটি দেশটির ৯৭ ভাগ স্পিরিটের বাজার দখল করে আছে।

অন্যদিকে রাশিয়ানরা সপ্তাহে গড়ে ৬.৩ শট অ্যালকোহল গলাধঃকরণ করে। অন্যদিকে ফিলিপাইনের অধিবাসীরা গড়ে ৫.৪ শট অ্যালকোহল পান করে।

এ তালিকায় আরও আছে থাইল্যান্ড, জাপান, বুলগেরিয়া, স্লোভাকিয়া ও ব্রাজিল।

রিপোর্টে প্রকাশিত হয়েছে, মার্কিনিরা প্রতি সপ্তাহে গড়ে ৩.৩ শট অ্যালকোহল পান করে। যা শীর্ষ প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কম।

অ্যালকোহল পানের তালিকায় আরো আছে আর্জেন্টিনা (সপ্তাহে ১.০ শট), পেরু (সপ্তাহে ০.৪ শট), ভিয়েতনাম (সপ্তাহে ০.২ শট)।

আরও পড়ুন ::

Back to top button