দঃ ২৪ পরগনা

করোনা ভাইরাস নিয়ে কাকদ্বীপে সচেতনতামূলক বৈঠক

করোনা ভাইরাস নিয়ে কাকদ্বীপে সচেতনতামূলক বৈঠক

ঋত্বিক দাস, দক্ষিণ ২৪ পরগনা :: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ব্লকের শিবপুরে ৪০ নম্বর সাব – সেন্টারে নোবেল করোনা ভাইরাস COVID-19 নিয়ে একটি সচেতনতামূলক বৈঠক করা হয়।

এরপর স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন গ্রামে গ্রামে তারা পাঁচটি করে গ্রুপ ভাগ করে বহিরাগত মানুষদের থার্মাল স্ক্যানার এর মাধ্যমে করোনা ভাইরাস পরীক্ষা করে। এর পাশাপাশি কাকদ্বীপ ব্লকে কাকদ্বীপ হাসপাতালে বিশিষ্ট ডাক্তার সুদীপ্ত চক্রবর্তী,মানস মানতি,গায়ত্রী হালদার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গিয়ে থার্মাল স্ক্যান করেন।

স্বাস্থ্যকর্মীরা করোনার বিষয়ে মানুষকে সচেতন হওয়ার বিষয়ে তারা বোঝায়। এবং মানুষ যেন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হয়, এবং বারবার করে যেন তারা হাত ধোয় ও ভিড় বহুল এলাকা এড়িয়ে চলার অনুরোধ করে। বিভিন্ন বিষয় নিয়ে তারা মানুষকে সচেতন করে আসে।

আরও পড়ুন ::

Back to top button