ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম শহরে ঘুরে বেড়াল হাতি, তাড়াল বন দপ্তর

ঝাড়গ্রাম শহরে ঘুরে বেড়াল হাতি, তাড়াল বন দপ্তর

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: বুধবার রাতে ঘন্টা খানেকের জন্য ঝাড়গ্রাম শহরে ঘুরে বেড়াল একটি হাতি। শহরে হাতি ঢুকে পড়ায় আতঙ্ক ছড়াল এলাকায়।

পুলিশ ও বন দপ্তরের কর্মীদের চেষ্টায় হাতিটিকে অবশ্য ডিয়ারপার্কের জঙ্গলের দিকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। তবে হাতিটি ফের শহরে ঢুকে পড়তে পারে এমন আশঙ্কায় ত্রস্ত হয়েছেন শহরবাসী। বন দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শুকনিবাসার দিক থেকে কিছু লোকজন হাতিটিকে তাড়িয়ে কন্যাডোবা হয়ে শহরে ঢুকিয়ে দেন।

মেহেরাবাঁধ শ্মশান এলাকায় হাতিটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। লোকজনের তাড়া খেয়ে হাতিটি বামদা, নতুনডিহি এলাকা হয়ে লোকালবোর্ডের কাছে চলে আসে। তারপরে তাড়া খেয়ে হাতিটি রেলওয়ে সব্জি মার্কেটের রাস্তা দিয়ে স্টেশন এলাকা হয়ে ঘোড়াধরার দিকে চলে যায়।

খবর পেয়েই ঐরাবত গাড়ি নিয়ে বনকর্মীরা হুটার বাজিয়ে হাতিটিকে তাড়িয়ে নিয়ে যান। পুলিশ গাড়িও হাতিটির পিছু নেয়। ঘোড়াধরা পার্ক হয়ে হাতিটি থানার দিকে যায়। বনকর্মীরা শেষ পর্যন্ত হাতিটিকে ডিয়ার পার্কের জহ্গলের দিকে খেদিয়ে দেন।

ঝাড়গ্রামের বিভাগীয় বন আধিকারিক বাসবরাজ হলেইচ্চি বলেন, ‘‘মেহেরাবাঁধ হয়ে হাতিটি শহরে চলে এসেছিল। হাতিটিকে ডিয়ারপার্কের জঙ্গলের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বনকর্মীরা নজরদারি করছেন। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।’’

আরও পড়ুন ::

Back to top button