প্রযুক্তি

হাই স্পিড নেট এবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে, শীঘ্রই মাউন্ট এভারেস্টে চালু হচ্ছে 5G পরিষেবা

হাই স্পিড নেট এবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে, শীঘ্রই মাউন্ট এভারেস্টে চালু হচ্ছে 5G পরিষেবা

এবার শৃঙ্গ জয়ের ঝুঁকি কমাতে পর্বতারোহীদের জন্য মাউন্ট এভারেস্টে 5G পরুষেবা চালু হচ্ছে। পর্বতারোহীরা যাতে বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখতে পারে, সেই উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চিনের টেলিকম সংস্থা China Telecom এবং Huawei-এর যৌথ উদ্যোগে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে।

China Telecom জানিয়েছে, এভারেস্টের 6,500 মিটার উচ্চতায় অবস্থিত ক্যাম্পে যন্ত্র বসানোর কাজ বাকি আছে। আশা করা হচ্ছে, এই কাজ 25 এপ্রিলের আগেই শেষ হয়ে যাবে। ওই উচ্চতায় 5G যন্ত্রাংশ বসানোর জন্য কাজ করছেন 150 জন কর্মী।হাই স্পিড নেট এবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে, শীঘ্রই মাউন্ট এভারেস্টে চালু হচ্ছে 5G পরিষেবা

এই কাজের জন্য প্রায় 8 টন যন্ত্রাংশ এবং খাদ্যসামগ্রী ওই শৃঙ্গে পৌঁছে গিয়েছে। China Telecom এবং Huawei জানিয়েছে, কাজ শেষ হলে পর্বতারোহীরা যে যোগাযোগ করার সঙ্গে সঙ্গে সেখানে 1 Gbps স্পিডে ডাউনলোড করা যাবে।

সুত্র:সংবাদমাধ্যম

আরও পড়ুন ::

Back to top button