ঝাড়গ্রাম

লকডাউনে ঝাড়গ্রামে ড্রোন-ক্যামেরায় নজরদারি পুলিশের

লকডাউনে ঝাড়গ্রামে ড্রোন-ক্যামেরায় নজরদারি পুলিশের

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: লকডাউন সত্ত্বেও অযথা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কিছু লোকজন। সামাজিক দূরত্বের বালাই না রেখেই রাস্তার মোড়ে খোশ গল্প জুড়ছেন। কেউ আবার দলবেঁধে বন্ধুদের বাড়ি গল্পগুজব করতে যাচ্ছেন। কেউ কেউ বাইক নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।

লকডাউনে সরকারি নির্দেশ কারা অমান্য করছে, সেটা নজরদারি করার জন্য ড্রোন-ক্যামেরা উড়িয়ে উপর থেকে নজরদারি চালাচ্ছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। এর ফলে সহজেই গোপনে পুলিশ জেনে যাচ্ছে, কোন রাস্তায় জটলা বা লোকজনের ভিড় রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশের টহলদার গাড়ি সেই সব এলাকায় ছুটে যাচ্ছে।

জানা গিয়েছে, বেশ দামি ড্রোন-ক্যামেরাটি দিয়ে অনেকটা উঁচু থেকে নিচে খুব স্পষ্ট চলমান ছবি ওঠে। জেলা পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর, ডিএসপি (ট্রাফিক) পারভেজ সরফরাজ, ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বিভিন্ন সময়ে ড্রোন উড়িয়ে নজরদারি করছেন পুলিশ কর্মীরা।

আরও পড়ুন ::

Back to top button