পশ্চিম মেদিনীপুর

খড়গপুর আইআইটির টেক মার্কেটে বিধ্বংসী আগুন

খড়গপুর আইআইটির টেক মার্কেটে বিধ্বংসী আগুন

পশ্চিম মেদিনীপুর:- লকডাউনের জেরে বন্ধ সমস্ত দোকানপাট। তারই মাঝে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুড়ে ছাই খড়গপুর আইআইটির টেক মার্কেটের বারোটি দোকান। কীভাবে ওই দোকানগুলিতে আগুন লাগল, সে বিষয়ে এখনও কোনও তথ্য জানা যায়নি। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির খড়গপুর শাখার ভিতরেই রয়েছে বাজার। যেটি টেক মার্কেট হিসাবেই পরিচিত। লকডাউনের জেরে ওই মার্কেটের সমস্ত দোকানপাটই বন্ধ রয়েছে। শুক্রবার রাতে আচমকাই ওই মার্কেটের বন্ধ থাকা খাবারের দোকানে আগুন জ্বলতে শুরু করে। স্থানীয় বাসিন্দারা হইচই ফেলে দেন। খবর পৌঁছয় দমকলেও।

তড়িঘড়ি দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন ব্যস্ততায় শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। বেশ কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে টেক মার্কেটের ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে দমকল কর্মীরা মনে করছেন, কোন দোকানের গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ড ঘটেছে।

সুত্র:সংবাদ মাধ‌্যম

আরও পড়ুন ::

Back to top button