লকডাউনে ঝাড়গ্রাম ব্লাড ব্যাঙ্কে রক্ত দিয়ে সঙ্কট মেটাল ‘সেভা’
স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: লকডাউন পরিস্থিতিতে রক্ত মিলছে না ঝাড়গ্রাম জেলা ব্লাড ব্যাঙ্কে। ঝাড়গ্রাম ব্লাড ব্যাংকের ডাকে সাড়া দিয়ে শনিবার স্বেচ্ছায় রক্ত দানে এগিয়ে এল ঝাড়গ্রাম শহরের ‘সেভা’ (S.E.V.A) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
সংস্থার উদ্যোগে রক্তদান শিবির হওয়ার কথা ছিল ঝাড়গ্রাম শহরের দুর্গাময়দান প্রাঙ্গণে। কিন্তু পরিস্থিতির কারণে প্রশাসনের অনুমতি না মেলায় সেটি করা হল ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে।
সংস্থার ১৪ জন সদস্য ও শুভানুধ্যায়ী এদিন পর্যায়ক্রমে ব্লাডব্যাঙ্কে গিয়ে রক্তদান করেন। সেভা-র অন্যতম কর্মকর্তা সুদীপ্ত নায়েক জানালেন, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম-এর সম্পাদক চন্দন শতপথী এবং ব্লাড ব্যাঙ্কের মেডিক্যাল অফিসার ডাঃ আলো হাঁসদা সহ ঝাড়গ্রাম জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের পুরো টিমের সহযোগিতায় এদিন রক্তদানের কর্মসূচিটি সফল হয়েছে।