বিনোদন
খালি গলায় রবীন্দ্রসঙ্গীত গাইলেন অভিনেত্রী ভাইরাল ভিডিও !
কলকাতা: পাওলি দাম। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তো বটেই। বলিউডেও কাজ করেছেন এই অভিনেত্রী। পাওলি টলিউডেই তাঁর কাজ শুরু করেছিলেন। প্রসেনজিত্ থেকে আবির, পরমব্রতের মতো নামী অভিনেতাদের সঙ্গে চুটিয়ে করেছেন কাজ। লকডাউনে অভিনেত্রীও এখন গৃহবন্দি।
লকডাউনে ঘরে থেকে সেলেবরা কেউ করছেন গান। কেউ শরীরচর্চা বা রান্না করে কাটাচ্ছেন দিন। পাওলিও এবার সেই তালিকায় নিজের নাম লেখালেন। পাওলিকে তাঁর ফ্যানেরা অনেক দিন ধরেই একটি গান গাওয়ার জন্য অনুরোধ করছিলেন। এবার ভক্তদের অনুরোধে রবীন্দ্রসঙ্গীত গাইলেন তিনি। এই গান তিনি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন। যা ইতিমধ্যে ভাইরাল।
সুত্র: News18