ঝাড়গ্রাম

লকডাউনের ঝাড়গ্রাম শহরে রাস্তায় জঞ্জালের স্তূপ

লকডাউনের ঝাড়গ্রাম শহরে রাস্তায় জঞ্জালের স্তূপ

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: জঞ্জাল সাফাইয়ের ব্যাপারেও যেন লকডাউন চলছে ঝাড়গ্রাম শহরে। রাস্তার ধারে জঞ্জালের পাহাড় জমছে। অথচ পরিষ্কার করা হচ্ছে না।

এর ফলে দূষণ ছড়ানোর আশঙ্কা করছেন শহরবাসী। লকডাউন চললেও ঝাড়গ্রাম পুরসভার জনস্বাস্থ্য বিভাগ খোলা থাকার কথা। মাঝে মধ্যে সাফাইও হচ্ছিল। কিন্তু সূত্রের খবর, সাফাই কর্মীরা নিয়মিত কাজ করছেন না। তার ফলে বিভিন্ন ওয়ার্ডে জঞ্জাল জমে থাকছে।

এমনিতেই শহরে পুর-পরিষেবা নিয়ে একাংশ বাসিন্দার ক্ষোভ রয়েছে। নিয়মিত নিকাশি নালা পরিষ্কার হয় না। বৃষ্টি হলে রাস্তায় জল জমে যায়। তার উপর এখন রাস্তায় জমে আছে জঞ্জাল। কালবৈশাখীর বৃষ্টির জলে সেই জঞ্জাল ভিজে আরও উৎকট গন্ধ ছড়াচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button