বিচিত্রতা

পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে গেল গ্রহাণু, ধরা পড়ল ক্যামেরায়

পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে গেল গ্রহাণু, ধরা পড়ল ক্যামেরায়

 

গুয়াহাটি: পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে গেল গ্রহাণু, ধরা পড়ল ক্যামেরায়। বুধবার সন্ধেয় সেই ছবি ধরা পড়েছে। অসমের গুয়াহাটির এক বাসিন্দা সেই ছবি তুলেছেন বলে জানা গিয়েছে।

পৃথিবী থেকে প্রায় ৩.৯ মিলিয়ন মাইল দূর দিয়ে ছুটে যায় গ্রহাণুটি। তবে এর কোনও প্রভাব পড়েনি পৃথিবীর ওপর। ঘটনার সময় মহাকাশের দিকে চোখ রেখেছিল নাসার বিজ্ঞানীরা। শব্দের থেকে ২৫ গুন বেশি গতিতে ছুটে যায় ওই গ্রহাণু। পৃথিবীর সঙ্গে ধাক্কা খেলে তার ফল ভয়ঙ্কর হতে পারত।

অসমের এক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গুয়াহাটির উজানবাজারের বাসিন্দা রঞ্জিভ লাল বড়িয়া ওই ছবি তুলেছেন। প্রায় ২ কিলোমিটার চওড়া এই গ্রহাণু মাউন্ট এভারেস্টের অর্ধেক।

সুত্র:কলকাতা24×7

আরও পড়ুন ::

Back to top button