দঃ ২৪ পরগনা

সাগরের নাগা সন্ন্যাসী ও দরিদ্র অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করলো দোসর বৈস্য সংঘ !

সাগরের নাগা সন্ন্যাসী ও দরিদ্র অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করলো দোসর বৈস্য সংঘ !

 

অমর ঘোড়ুই , দক্ষিণ ২৪ পরগনা : করোনা ভাইরাসের সংক্রমণে গোটা বিশ্ব তথা ভারতবর্ষে ও চলছে আতঙ্কের আবহাওয়া। যদিও এই আতঙ্ক ও ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়ছে গোটা বিশ্ব তথা সরকার প্রশাসন ও পুলিশ আধিকারিকরা। করোনা সংক্রমণ রোধে মন্দির, মসজিদ গির্জা সকল স্তরে চলছে সামাজিক দূরত্ব বজায় রাখার কেন্দ্রীয় নিষেধাজ্ঞা।সাগরের নাগা সন্ন্যাসী ও দরিদ্র অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করলো দোসর বৈস্য সংঘ !

করোনা সংক্রমণ রোধে ভারতবর্ষের প্রত্যেকটি মন্দির, মসজিদ, গির্জা পুরোপুরি বন্ধ রয়েছে। পৃথিবীর দ্বিতীয় তীর্থস্থান গঙ্গাসাগর এর কপিলমুনি আশ্রম এই অবস্থায় পুরোপুরি বন্ধ। ঠিক সেই সময় গঙ্গাসাগরের নাগা সাধুদের খাদ্য ও ত্রাণ সামগ্রী তুলে দিয়ে সাহায্যের হাত বাড়ালো কমলপুর শহীদ ক্ষুদিরাম স্মৃতি ও পাঠাগার।

সাগরের নাগা সন্ন্যাসী ও দরিদ্র অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করলো দোসর বৈস্য সংঘ !
আজ সাগর কমলপুর শহীদ ক্ষুদিরাম স্মৃতি ও পাঠাগার পরিচালনায় কলকাতা দোসর বৈস্য সংঘের আর্থিক সহায়তায় সাগরের নাগা সন্ন্যাসী ও দরিদ্র অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ১৫০ জন পরিবারে এই সামগ্রী বিতরণ করা। আজকের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন আয়োজক সংঘের সম্পাদক শ্রী জয়দেব দাস, সভাপতি শ্রী নারায়ন জানা ও কোষাধ্যক্ষ শ্রী নব কুমার দাস। উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্রী প্রদীপ কুমার বালেশ্বর ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।।

আরও পড়ুন ::

Back to top button