জীবন যাত্রা

লকডাউনের ফলে নষ্ট হচ্ছে ৮ লক্ষ লিটারেও বেশি বিয়ার, ফেলে দেওয়া হচ্ছে এই নদীতে !

লকডাউনের ফলে নষ্ট হচ্ছে ৮ লক্ষ লিটারেও বেশি বিয়ার, ফেলে দেওয়া হচ্ছে এই নদীতে !

 

নয়াদিল্লি: আজ অথার্ত্‍ ৪ মে থেকে দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে লকডাউনের তৃতীয় পর্যায় । তৃতীয় পর্যায়ে মদ ও পানের দোকান তিনটি জোনে খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে । কিন্তু ক্লাব বা বিয়ার বারগুলিকে কোনও ছাড় দেওয়া হয়নি । এর জেরে বিয়ার তৈরি করে এরকম ২৫০টি ছোট ইউনিটের প্রায় ৮ লক্ষ লিটার বিয়ার নষ্ট হয়ে গিয়েছে ।

সাধারণত বোতলে থাকা বিয়ারের চেয়ে তাজা বিয়ার বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় । লকডাউন বাড়তে থাকায় বিয়ার নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়েই চলেছে । এছাড়া নতুন আর্থিক বছরে দিল্লি ছাড়া অন্যান্য উত্তরাঞ্চলীয় রাজ্যে ৭০০ কোটি টাকার মূল্যের ভারতে তৈরি লিকারের প্রায় ১২ লক্ষ বোতল আটকে আছে।

লকডাউনের জেরে রাজ্যের অনুমতি ছাড়া এগুলি বিক্রি করা সম্ভব হচ্ছে না । বিয়ার তাজা রাখার জন্য লাগাতার বিদ্যুতের দরকার পড়ে । লকডাউন বাড়তে থাকায় গুরুগ্রামের একাধিক জায়গায় বাধ্য হয়েই তাজা বিয়ার নর্দমায় ফেলতে শুরু করে দেওয়া হয়েছে ।

২৫০টি মাইক্রো ইউনিট যারা বিয়ার তৈরি করেন তাদের উপর প্রায় ৫০০০০ মানুষের রোজগার নির্ভর করে ।

গৃহমন্ত্রালয়ের নির্দেশ অনুযায়ী, এক সময়ে অধিকতম পাঁচজন ন্যূনতম ৬ ফিটের সামাজিক দূরত্ব বজায় রেখে মদ, পান, তামাক বিক্রি করতে পারবেন । এই সমস্ত দোকান মলে হলে চলবে না ।

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button