রাজনীতি

লকডাউনের মানেই বোঝে না বাংলার সরকার বললেন রাহুল সিনহা !

লকডাউনের মানেই বোঝে না বাংলার সরকার বললেন রাহুল সিনহা !

কলকাতা: আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে রসমালোচনায় বিজেপি নেতা রাহুল সিনহা। টিকিয়াপাড়ার ‘শান্তি’ মিছিল নিয়ে রাজ্য প্রশাসকে একহাত নিলেন রাহুল সিনহা। রাহুল সিনহার কটাক্ষ, ‘সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে টিকিয়াপাড়ায় মিছিল, মিটিং হল। পুলিশকর্মীরাই সেই মিছিলে অংশ নিয়েছিলেন। আসলে লকডাউনের মানেই বোঝে না রাজ্য সরকার।’

লকডাউন চলাকালীন সম্প্রতি টিকিয়াপাড়ায় পুলিশকর্তীদের উপস্থিতিতে একটি মিছিল হয়। রবিবার সকালে রেড জোন হিসেবে চিহ্নিত হাওড়ার টিকিয়াপাড়ায় বহু মানুষকে ওই মিছিলে অংশ নিতে দেখা যায়। ‘শান্তি’ মিছিলে হাজির ছিলেন পুলিশ আধিকারিকরাও।

মিছিল চলাকালীন আশপাশের বাড়ি থেকে পুলিশকর্মীদের উপর ফুলের বৃষ্টিও করতে দেখা যায়। লকডাউন চালাকালীন একসঙ্গে এত মানুষ একসঙ্গে হেঁটেছেন, এই ঘটনায় ওই এলাকায় করোনার সংক্রমণ দ্রুত হারে ছড়ানোর আশঙ্কা করছেন অনেকে।

খোদ পুলিশকর্মীরাই ওই মিছিলে হেঁটেছেন দেখে ঘটনার কড়া সমালোচনা করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রবিবার টিকিয়াপাড়ায় ওই মিছিলে অনেককেই মুখে মাস্ক ছাড়া হাঁটতে দেখা গিয়েছে। সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রমেই ভিড় বেড়েছে মিছিলে।

সেই ঘটনারই সমালোচনা রাহুল সিনহার মুখে। রাজ্য সরকারকে বিঁধে রাহুলের কটাক্ষ, ‘সামাজিক দূরত্ব পালন করাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। পরে সেই পুলিশই রেড জোনে সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে মিছিলে হাঁটল। এটা কী চলছে রাজ্যে? লকডাউনের মানেই রাজ্য সরকার বোঝে না।’

 

সুত্র:কলকাতা24×7

আরও পড়ুন ::

Back to top button